হাইলাইটস
- কথায় আছে out of sight out of mind।
- আর তাই প্রথমেই প্রাক্তনের থেকে দূরে সরে থাকুন।
- সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্লক করে দিন
ফোন থেকে প্রাক্তনের নম্বর মুছে দিন- কথায় আছে out of sight out of mind। আর তাই প্রথমেই প্রাক্তনের থেকে দূরে সরে থাকুন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্লক করে দিন। ফোন থেকে নম্বর ডিলিট করে দিন। কোনও ভাবেই যেন যোগাযোগ না থাকে।
সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এটা মেনে নিন- কেন ব্রেকআপ হল কোথায় ভুল ছিল এইসব কারণ নিজে ভাবুন। আপনার কোনও ভুল ছিল কিনা তা কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে। সম্পর্ক যখন ভেঙেছে সেখানে দোষ দুজনেরই থাকে। কিন্তু তা নিয়ে বসে থাকলে হবে না। নতুন করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জীবনে কোনও কিছুই স্থায়ী নয়- জীবনে কিন্তু কোনও কিছুই স্থায়ী নয়। আজ যে আপনার প্রিয় বন্ধু তাঁর সঙ্গে পাঁচ বছর পরও যে যোগাযোগ থাকবে এমন নয়। সেই সঙ্গে কার মনে কী চলছে তা আমরা কেউই জানি না। আর তাই কেন সম্পর্ক ভাঙল, এই সঙ্গীকেই বিয়ে করতে হবে এসব পাগলের প্রলাপ বন্ধ করুন। বরং নিজের মতো করে জীবনটাকে উপভোগ করুন।
রাগ নিয়ন্ত্রণে রাখুন- ব্রেকআপ আপনার হয়েছে তাই বলে অযথা বাড়ির লোকের উপর মেজাজ দেখাবেন না। অকারণে মেজাজ হারাবেন না। এতে নিজেরই শরীর খারাপ হবে। কীভাবে রাগ নিয়ন্ত্রণে রাখবেন তা নিজেকেই শিখতে হবে। অতিরিক্ত রাগ হলে মনও কিন্তু অশান্ত থাকে। এতে কাজের ব্যাঘাত ঘটে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-29 22:10:31
Source link
Leave a Reply