হাইলাইটস
- জীবনে কোন কাজে বেশি প্রাধান্য দেবেন আর কোথায় দেবেন না
- তা আপনাকেই ঠিক করে হবে।
- অফিসের কাজ থাক অফিসের জায়গাতেই
প্রায়োরিটি সেট করুন- জীবনে কোন কাজে বেশি প্রাধান্য দেবেন আর কোথায় দেবেন না তা আপনাকেই ঠিক করে হবে। অফিসের কাজ থাক অফিসের জায়গাতেই। আর সেখানকার ঝামেলা থাক সেখানেই। এই ঝামেলা বাড়ি পর্যন্ত টেনে আনবেন না। সেই সঙ্গে অফিসের কার কথা কতটা গায়ে লাগাবেন, কতটা প্রাধান্য দেবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে। অফিসের সমস্যায় যেন ব্যক্তিদত সম্পর্কে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখুন।
নিজের লক্ষ্য নিজে তৈরি করুন- জীবনে আপনার গোল কী হবে তা আপনাকেই ঠিক করতে হবে। অন্য কে কী কবব, কার কী হল এসবে পাত্তা দেবেননা। নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যান। একদিন ফল পাবেনই। সেই সঙ্গে যাবতীয় স্বপ্ন পূরণ হবে। চলার পথে অনেক রকম বাধা আসে। তাই বলে ভেঙে পড়লে চলবে না।
অফিস নিজের কাজকেই গুরুত্ব দেয়, আপনার মনকে নয়- যে কোনও অফিসের মূল্য লক্ষ্য থাকে থাকে। প্রোডাক্টিভিটিতে। আর সেখানে যদি আপনার মানিয়ে নিতে সমস্যা হয়, কাজ করতে সমস্যা হয় তাহলে সেই দায় কিন্তু অফিস নেবে না। অফিস তার নিজের টার্গেট পূরণ করতে, নিজের ব্যবসা বাড়ানোর লক্ষ্যেই আপনার উপর কাজের বোঝা চাপিয়ে দেবে। কাজেই অযথা অফিসের উপর রাগ, অভিমান করবেন না। সেই সময়টা নিজেকে দিন।
নিজেই নিজেকে উৎসাহ দিন- জীবনের প্রতিটা অধ্যায় থেকেই আমরা কিছু না কিছু শিখি। কথায় আছে জীবনের ধন কিছুই যায় না ফেলা। আর তাই উৎসাহ দিন নিজেকে। বলুন, একদিন এই পরিশ্রমের দাম ঠিক পাবেন। খারাপ সময়ের শেষে নতুন সূর্যোদয় সব সময় থাকে। আর তাই অযথা ভেঙে পড়বেন না। বরং আরও ধারালো করে নিজেকে তৈরি করুন।
একে অপরের সঙ্গে সময় কাটান- দুজন দুজনকে সময় দিন। মন খুলে কথা বলুন। কোনও কিছুই গোপন রাখবেন না। কোথাও সমস্যা হলে তা জানান। সঙ্গীই কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন। নিজের ব্যর্থতার দায় কখনও অন্য কারোর উপর চাপিয়ে দেবেন না। বরং জীবনে ভালো থাকার চেষ্টা করুন। পজিটিভ থাকুন। আজ না হলেও কাল সাফল্য আসবেই।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-09 19:17:18
Source link
Leave a Reply