হাইলাইটস
- ভন্ডরা সমস্যার সমাধান নয়, বরং এঁরা সমস্যা বাড়াতে উৎসাহী।
- তবে নিজের প্রয়োজন ফুরালে এঁরা সুন্দর ভাবে কেটে পড়তে পারেন।
- এবং এই ব্যবহারটি এঁরা প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন
যেখানে সোজা যাওয়ার কথা সেখানে তাঁরা বাঁকা চলার কথা বলেন। কোনও ভুল করবে তা শুধরে দেওয়ার পরিবর্তে আপনি যাতে আরও বেশি করে সেই ভুলের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তার চেষ্টাই তাঁরা করে থাকেন। সমস্যার সমাধান নয়, বরং এঁরা সমস্যা বাড়াতে উৎসাহী। তবে নিজের প্রয়োজন ফুরালে এঁরা সুন্দর ভাবে কেটে পড়তে পারেন। এবং এই ব্যবহারটি এঁরা প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। আর মানসিক ভাবে আপনাকে দুর্বল করতে এসব ভন্ডের জুড়ি মেলা ভার। আপনার মানসিক সমস্যার কথা তাঁদের জানা থাকলে কিংবা আপনার দুর্বলতার কথা যদি তাঁরা জেনে থাকেন তখন আপনাকে আরও বেশি বিপর্যস্ত করার নানা রকম চেষ্টা এঁরা চালিয়ে যান। তবে এমন ভন্ডদের (Hypocrites) সঙ্গে মিশতে হয় কায়দা করে। আর তাই কিছু দারুণ পরামর্শ রইল আপনার জন্য।
ভন্ডদের চিনুন- ভন্ডদের চেনাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ। কারণ এঁরা সব সময় ভালোমানুষের মুখোশ পরে থাকেন। ভালো ভালো কথা বলেন। চারপাশে একটা মিথ্যে পরিচয় তৈরি করতে এঁরা সিদ্ধহস্ত। তবে আপনি যখন এমন মানুষকে সঠিক চিনতে পারবেন তখন কিছুতেই তাঁদের বুঝতে দেবেন না।
অপরাধবোধে ভুগবেন না- এই সব মানুষদের সঙ্গে খুব বুঝে মিশতে হয়। প্রয়োজনে খারাপ ব্যবহারও দরকার। আর এই নিয়ে অপরাধবোধে ভুগবেন না। কারণ তা আপনার নিজের ভালোর জন্যই। সেই সঙ্গে অন্যকে বুঝিয়ে দেওয়া যে আপনি তাঁকে পছন্দ করছেন না।
এঁদের পরামর্শ কখনও শুনবেন না- এই সব ভন্ডদের থেকে কখনও কোনও পরামর্শ নেবেন না। এঁরা কিছু উপদেশ দিতে চাইলে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে তা বের করে দেবেন। সব সময় দূরত্ব রেখে চলবেন।
কথা বলার সময় শান্ত থাকুন- ভন্ডের ভন্ডামি ধরতে পেরে আপনি তিতিবিরক্ত। কিন্তু কথা বলার সময় একদম শান্ত থাকুন। কিছুতেই তাঁকে বুঝতে দেবেন না যে আপনি বিরক্ত। শান্ত, নম্র, ভদ্র ব্যবহার এদের জন্য কিন্তু খুবই জরুরি।
এঁদের ভুল সবার সামনে ধরিয়ে দিন- ভন্ডদের ভুলের সীমা পরিসীমা থাকে না। নিজেদের বিশাল কিছু বলে জাহির করার একটা প্রবণতা থাকে। আর ভুল হলে কিছুতেই স্বীকার করতে চান না। তাই আপনার সামনে কোনও ভু করলে অবশ্যই তাধরিয়ে দেবেন। প্রয়োজনে দুকথা শুনিয়েও দেবেন। কিন্তু কিছুতেই নিজেকে অপদস্থ হতে দেবেন না। এমন মানুষদের সঙ্গে যত কমযোগাযোগ রাখা যায় ততই ভালো।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-06 17:18:29
Source link
Leave a Reply