- অন্তত তিন বছরের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের রিভিউ লেখা ও অনুবাদ ও সম্পাদনার করার কাজ করতে জানতে হবে।
- বাংলা ভাষায় দক্ষ ও ইংরেজি ভাষায় ‘Business Proficiency’ থাকা আবশ্যক।
- এক্সটারনাল ভেন্ডরদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা, ট্রেনিং দেওয়া ও তাঁদের ম্যানেজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন প্রার্থীর।
- প্রার্থীকে বাংলা সংস্কৃতির ও ট্রেন্ডের সঙ্গে অবগত থাকতে হবে।
- অনুবাদ, ভাষাতত্ত্ব, জ্ঞাপনতত্ত্বে BA অথবা সমতুল্য কোন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বাংলা ভাষার লাঙ্গুয়াজ ম্যানেজার হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা ফেসবুকের আন্তর্জাতিক অডিয়েন্সের কাছে ফেসবুকের পরিষেবা উচ্চমানের অনুবাদের মাধ্যমে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রত্যন্ত এলাকার অফিস ও আঞ্চলিক স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে ফেসবুক। মনে রাখা জরুরি, তাই যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাবেন, তাঁরা যেন অবশ্যই প্রত্যন্ত এলাকায় ভিন্ন টাইম জোনে অবস্থিত টিমের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
কী কী দায়িত্ব পালন করতে হবে প্রার্থীকে?
- ইংরেজি থেকে বাংলায় বিভিন্ন ধরনের প্রোডাক্টের কন্টেন্ট ও নথি অনুবাদ করতে হবে।
- ভাষাগত ও কার্যকরী সমস্যাগুলিকে নির্ধারণ করতে হবে।
- এক্সটারনাল ভেন্ডর ট্রান্সলেটরদের প্রশিক্ষণ দিতে হবে যাতে তাঁরা সঠিক মানের অনুবাদ করতে পারে।
- দেশের অভ্যন্তরের টিমের সঙ্গে মিলে কাজ করতে হবে এবং বাজার অনুপাতে সঠিক অনুবাদ করতে হবে।
এছাড়াও অনলাইন ও মোবাইল প্রোডাক্টের স্থানীয়করণ করার অভিজ্ঞতা, কম্পিউটারের সাহায্যে অনুবাদ করার সঙ্গে ও ডিজিটাল মার্কেটিং-এর সঙ্গে অবগত থাকতে হবে প্রার্থীকে।
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীরা https://www.facebook.com/careers/v2/jobs/492574052163219/ লিঙ্কটি অনুসরণ করতে পারেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-31 16:58:49
Source link
Leave a Reply