কলকাতা: করোনা অতিমারির মধ্যেই বিভিন্ন ফাংগাল ইনফেকশন (Fungal infection) এর খবর উদ্বেগ বাড়িয়েছে। ব্ল্যাক ও হোয়াইট ফাংগাস (Black fungus) এর পর, এবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েলো ফাংগাস (Yellow fungus)। অনেক চিকিৎসকের মতে এই করোনা প্যানডেমিকের (Pandemic) এর আগেও এই ফাংগাল ইনফেকশন গুলির অস্তিত্ব ছিল, কিন্তু জনসাধারণ এই ব্যাপারে জানতেন না।
চিকিৎসকদের (Doctors) মতে কোনো ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে, কো মর্বিডিটি (comorbidities) থাকলে তাদের এই ধরনের ছত্রাক ঘটিত রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও যে সব রোগীদের করোনা হয়নি, কিন্তু তারা দীর্ঘ দিন অন্য কোনো রোগে ভোগার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে এই সংক্রমন।
ইয়োলো ফাংগাস রোগের সংক্রমন হলে ক্লান্তি, ত্বকে গোটা, জ্বালা ভাব দেখা দিতে পারে। এই রোগ ফুসফুস (lungs) থেকে জন্ম নেয় না। কিন্তু মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গের কার্যকলাপ কে বিঘ্নিত করে। শুরুতেই এই রোগের চিকিৎসা শুরু না হলে মারাত্বক আকার ধারণ করতে পারে এই রোগ। জেনে নেওয়া যাক ইয়োলো ফাংগাস সংক্রমণের কয়েকটি কারণ
১. দীর্ঘদিন স্ট্রেরোয়েড (steroid) ব্যবহার।
২. দূষিত ও সংক্রমিত পরিবেশ
৩. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (Diabetes)
৪. অপরিষ্কার আশপাশ
৫. দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
৫.বিভিন্ন কো মর্বিডিটি (comorbidities)
এই রোগের চিকিৎসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। রোগীকে পরিবার পরিজন দেখতে গেলে তাদের ক্ষেত্রেও পরিচ্ছন্নতা প্রয়োজনীয়। রোগীকে যেখানে রাখা হয়েছে সেখানে যেনো অতিরিক্ত আদ্রতা না থাকে, অপ্রয়োজনীয় সামগ্রী সেখানে রাখা যাবে না।, ঘন ঘন রোগীর বিছানার চাদর ও চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিষ্কার করতে হবে। রোগীর ব্যবহারের জন্য পরিষ্কার পানীয় জল প্রয়োজন।
অন্যদিকে, ভারতে চলছে করোনা (Corona) ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে সংক্রমণ। অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছে। সমগ্র দেশে খুব মন্থর গতিতে চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। অনেক ক্ষেত্রেই সামনে আসছে ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ। বুধবার ভারতে ২,০৮,৯২১ জন নতুন করে করোনা (corona) আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের মোট সংখ্যা ২,৭১,৫৭,৭৯৫ জন। এছাড়া ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার ভারতে কোভিড ১৯ টেস্ট হয়েছে ২২,১৭, ৩২০ জনের যা এখনো অবধি সর্বাধিক। এবং গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৪,১৫৭। সব মিলিয়ে মোট ৩,১১,৩৮৮ জনের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসের ফলে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-26 19:57:36
Source link
Leave a Reply