সেখানে দেখা গিয়েছে, মহিমা নামের মুম্বইয়ের এক ফুড ব্লগার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চা-বিস্কুট (chai-biscuit popsicle) এর কাঠি আইসক্রিমের রেসিপি (recipe) শেয়ার করেছেন। রেসিপির প্রথম স্টেপে এক প্যাকেট পার্লে জি বিস্কুট ভেঙে টুকরো করে নিয়েছেন তিনি। দ্বিতীয় স্টেপে প্যাকেট খুলে একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো ঢেলে নিয়ে আরও মিহি করে নিয়েছেন। তৃতীয় স্টেপে দেখা গিয়েছে, আইসক্রিম কিউবের মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে মেশানো হয়েছে দুধ চা। ব্যস! সহজ পদ্ধতিতেই কেল্লাফতে। তৈরি চা-বিস্কুটের কাঠি (chai-biscuit popsicle) আইসক্রিম।
তরুণ ফুডব্লগারের এই অভিনব রেসিপি বেজায় পছন্দ হয়েছে নেটাগরিকদের। নিমেষেই ভাইরাল (viral video) হয়ে যায় মহিমার রেসিপি । শুরু হয় কমেন্ট এবং শেয়ারের বন্যা। চা-বিস্কুটের সম্পর্ককে একদম অন্যরকম রূপ দেওয়ার জন্য অনেকেই তাঁর প্রশংসা করেছেন। চা-বিস্কুটের স্বাদের আইসক্রিম চেখে দেখতে চাইলে নিজেই তৈরি করে নিতে পারবেন
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-26 19:03:29
Source link
Leave a Reply