হাইলাইটস
- এবার ভারতের বাজারে Covid Cocktail Drug নিয়ে এল সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারী সংস্থা Roche।
- অন্য আরেকটি ওষুধ বিক্রিকারি সংস্থা Cipla-র মাধ্যমে ভারতীয় বাজারে প্রবেশ করবে এই ওষুধটি।
- করোনার (Covid) অল্প থেকে মাঝারি উপসর্গ রয়েছে ও তা বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে এই ওষুধের কার্যকারী ক্ষমতা রয়েছে বলেই মত এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার।
সারা দেশে জুড়ে ওষুধটি (Covid Cocktail Drug) বিক্রি করার ভার দেওয়া হয়েছে সিপলাকে। ইতিমধ্যেই ভারতে এই ওষুধের উপস্থিতির কথা ঘোষণা করেছে Roche ও Cipla। Casirivimav ও Imdevimab নামক দুটি ওষুধের সংমিশ্রণের ফলে এই পরীক্ষামূলক অ্যান্টিবডি ককটেল তৈরি করা হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গত বছর অক্টোবর মাসে করোনায় (CoronaVirus) আক্রান্ত হন, তখন এই ওষুধটিই তাঁকে দেওয়া হয়েছিল। ভারতে এই ওষুধটি ট্যাক্স সমেত 59,750 টাকা মূল্যে বিক্রি করা হবে।
চলতি মাসের ১০ তারিখ দেশের শীর্ষ ওষুধ নিয়ামক সংস্থা Central Drugs Standards Control Organisation (CDSCO) আপৎকালিন পরিস্থিতিতে রোগীকে এই ওষুধ দেওয়ার ছাড়পত্র দেয়। ইতিমধ্যেই এই ওষুধের প্রথম ব্যাচ এই দেশে চলে এসেছে বলে জানানো হয়েছে। আগামী জুন মাসের মধ্যে এই ওষুধের দ্বিতীয় ব্যাচটিও ভারতে চলে আসবে বলে জানিয়েছে এই দুই সংস্থা।
প্রথম ব্যাচে এই ওষুধের 1,00,000 প্যাক ভারতে আনা হয়েছে। এর ফলে 2,00,000 করোনা রোগী উপকৃত হবেন বলে একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে এই দুই সংস্থা। প্রতিটি প্যাক থেকে 2 জন করোনা রোগীকে ওষুধ দেওয়া যাবে বলে জানিয়েছে তারা। দেশের সমস্ত বড় হাসপাতাল ও Covid-19 চিকিৎসা কেন্দ্রে এই ওষুধ পাওয়া যাবে। দু’জন রোগীর জন্য ওষুধের একটি মাল্টি ডোজ প্যাকের দাম 1,19,500 টাকা। অর্থাৎ, একজন রোগীর ক্ষেত্রে এই ওষুধের দাম পড়ছে 59,750 টাকা।
কাদের দেওয়া যাবে এই ওষুধ?
ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, 12 বছর বয়সের ঊর্ধ্বে থাকা অল্প ও মাঝারি আক্রান্ত রোগীদের এই ওষুধের ডোজ দেওয়া যাবে। এছাড়াও যে সব রোগীদের মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ছে না, তাঁদেরও এই ওষুধ দেওয়া যেতে পারে। ওষুধ বিক্রিকারি এই দুই সংস্থাই দাবি করেছে রোগীর অবস্থার অবনতি হওয়ার আগেই এই ওষুধ দিলে সেই সব high risk patient-দের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রায় 70 শতাংশ ক্ষেত্রে ঠেকানো যায়। তবে এই ওষুধ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার কথাও বলা হয়েছে। এই ওষুধ দেওয়ার ফলে রোগীর শরীরে যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া যেমন anaphylaxis বা কোন অ্যালার্জি দেখা দেয় সেক্ষেত্রে তৎক্ষণাৎ তাঁকে এই পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্ত করার ওষুধ যেন সেই হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে উপস্থিত থাকে তা আগে থাকতেই নিশ্চিত করতে হবে।
রোগীর শিরায় অথবা চামড়ার মধ্যে ইনজেকশনের মাধ্যমে এই ওষুধ দেওয়া যেতে পারে। শিরার মধ্যে দিলে 20-30 মিনিট সময় লাগে। কিন্তু চামড়ার নীচে দিলে 4টে সিরিঞ্জের মাধ্যমে প্রতিটি সিরিঞ্জে Casirivimav ও Imdevimab-এর 2.5 ml করে ওষুধ রোগীর পেটে ও থাই-তে চারটি আলাদা আলাদা জায়গায় দিতে হবে। ওষুধ দেওয়ার সময় রোগীর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখতে হবে চিকিৎসকদের। ওষুধ দেওয়া হয়ে গেলে অন্তত 15 মিনিট থেকে 1 ঘণ্টা পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে।
এই ওষুধের ফলে একদিকে যেমন শরীরে ভাইরাসকে শরীরে প্রবেশ করা থেকে আটকানোর ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনই অন্যদিকে ভাইরাসের সঙ্গে লড়ার ক্ষমতাও যোগায়।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-26 14:06:13
Source link
Leave a Reply