হাইলাইটস
- করোনা আবহে মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)।
- সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) সম্পর্কে নানা মিথ্যা
- এবং অর্ধসত্য ছড়িয়ে পড়ছে। যা নিয়ে বিভ্রান্তি বাড়ছে সাধরণের মনে।
- ব্ল্যাক ফাঙ্গাসকে (Black Fungus) ছোঁয়াচে বলে প্রচার চলছে। এমনকি, এটি পশুদের থেকে ছড়াচ্ছে বলেও দাবি করা হচ্ছে।
তাই এই পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) নিয়ে ঘোরা বিভিন্ন রটনা দূর করল AIIMS। চিকিৎসক অনয় গুপ্ত জানিয়েছেন, ‘ব্ল্যাক ফাঙ্গাস Black Fungus) মোটেও ছোঁয়াচে নয়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই এই সংক্রমণ দেখা দিতে পারে’। তিনি আরও জানান, পশুদের থেকেও মানুষের দেহে ছড়াতে পারে না। দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা করে গেলে এই সংক্রমণ দেখা দিতে পারে। দীর্ঘ দিন ধরে স্টেরয়েড নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।
অক্সিজেন সরবরাহের সময় বা হিউমিডিফায়ারের (বাতাসে জলীয় বাষ্প নিয়ন্ত্রণের যন্ত্র) মাধ্যমে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ (Black Fungus) ছড়াচ্ছে বলে নেটমাধ্যমে যে প্রচার চলছে, তাকেও ‘ভিত্তিহীন’ বলেছেন তিনি।
সম্প্রতি বেশ কয়েকজন রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে, কোভিড (Covid) আক্রান্ত হওয়ার পর তাঁদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) নামক ছত্রাকের সংক্রমণ দেখা দিচ্ছে। AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, সাধারণত খাবার, মাটি এবং বাতাস থেকেই এই সংক্রমণ মানুষের শরীরে ছড়ায়। করোনা (Covid) আক্রান্তদের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে তাঁদের সহজেই এই সংক্রমণের শিকার হয়ে পড়েন। তা ছাড়া রক্তে চিনির মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকলে বা প্রয়োজনের তুলনায় বেশি স্টেরয়েড নিলে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণের সম্ভাবনা বাড়ে। মূলত নাক ও চোখের মাধ্যমেই এই সংক্রমণ শরীরে প্রবেশ করে।
ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকোরমায়কোসিস একটি বিরল ফাঙ্গাল সংক্রমণ (rare fungal infection)৷ এটি কোভিড রোগীর শরীরে ধরা পড়লে চুয়ান্ন শতাংশ মৃত্যুর আশঙ্কা থাকে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর থেকে জানা গিয়েছে, কোভিড সংক্রমণ (Coronavirus) থেকে রোগী সুস্থ হয়ে উঠলেও তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। তখনই এই জাতীয় ছত্রাক শরীরে বাসা বাঁধে। যে সব রোগীকে দীর্ঘদিন আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস রয়েছে, তাঁদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-25 09:53:59
Source link
Leave a Reply