হাইলাইটস
- দ্বিতীয় ঢেউ (Covid Second Wave) আসতেই নানা ধরনের কম চেনা উপর্গ (covid symptoms) বেশি করে দেখা দিতে শুরু করেছে।
- দ্বিতীয় ঢেউ আসতে দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি ফুসফুসে সংক্রমণ (Lung infections) দেখা দিচ্ছে।
- শুরুতেই কারের কারোর ফুসফুস সংক্রমিত হয়ে যাচ্ছে। তাঁদের ক্ষেত্রে বুকে ব্যথা (Chest Pain) বেশি দেখা যাচ্ছে।
গত বছরের তুলনায় এবার অনেক বেশি রোগীকে দেখা গিয়েছে বুকে ব্যথার কথা জানাতে বলে মনে করাচ্ছেন চিকিৎসকেরা। ডাক্তারদের বক্তব্য, এই বছর কোভিড (Covid) আগের চেয়ে বেশি কঠিন উপসর্গ নিয়ে আসছে। গত বার হাল্কা জ্বর, গলা খুসখুস দেখা যাচ্ছিল বেশি। এবার অনেকের ক্ষেত্রেই পেটের যন্ত্রণা, বুকে ব্যথার (Chest Pain) মতো উপসর্গ দেখা দিচ্ছে।
তবে শুধু বুকে ব্যথা থাকার কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তার সঙ্গে কাশির দমক আসবে। খুব বেশি গলা ব্যথাও থাকতে পারে। শ্বাস নিতেও অসুবিধা হতে পারে। কারণ বুকে (Chest Pain) ব্যথা হচ্ছে মানে শ্বানালিতে সংক্রমণ ছড়িয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে যে মৃতদের মধ্যে ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ডায়াবিটিস রোগী এবং ক্যানসার-সহ অন্যান্য মারণরোগে আক্রান্তের সংখ্যা বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর গাইডলাইন অনুযায়ী করোনা (Covid) সংক্রমণের প্রাথমিক লক্ষণ জ্বর, শুকনো কফ জমা এবং ক্লান্তি। এছাড়াও গন্ধ এবং স্বাদ না পাওয়া, গা হাত পায়ে ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া, কনজাইটিভাইটিস, ত্বকে র্যাশ কিংবা হাত পায়ের আঙ্গুলের রং পরিবর্তনও করোনা (Coronavirus) সংক্রমণের লক্ষণ।
* চিকিৎসকদের দাবি, করোনা আক্রান্তদের (Coronavirus) অনেকেরই ভয়ানক শ্বাসকষ্ট হচ্ছে। তা থেকে বুকে ব্যথা হওয়া স্বাভাবিক।
* সমীক্ষা বলছে রোগীদের মধ্যে ১৭.৭ শতাংশের ক্ষেত্রেই বুকে ব্যথার লক্ষণ দেখা গেছে।
* কোভিড (Covid) রোগীদের বুকে ব্যথা থাকলে তার ফল মারাত্মকই হচ্ছে।
* কোভিড আক্রান্তদের মধ্যে বুকে ব্যথা (Chest Pain) হচ্ছে কেন?
* চিকিৎসকদের কথায়, ফুসফুসের আশপাশের টিস্যুতে ইনফ্লেমেশন কিংবা হার্টে আঘাতের কারণে এই বুকে ব্যথা দেখা দিতে পারে।
* Angiotensin Converting Enzyme 2 বা ACE2 রিসেপ্টরের মাধ্যমে মানুষের দেহকোষে করোনা ভাইরাস প্রবেশ করে। প্রধাণত ফুসফুস, হার্ট এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনালে এই ACE2 রিসেম্পটর থাকে। ফলে এগুলিতেই জীবাণু সফ্ট টার্গেট হয়। এবং তার আক্রমণে এই অঙ্গগুলি বিকল হতে শুরু করে।
* ইমিউন সিস্টেম থেকে নির্গত ইনফ্লেমেটারি সাইটোকাইন্স হার্টের কোষগুলিকে ড্যামেজ করে। একে বলে সাইটোকাইন সিনড্রোম। এর ফলে হৃদপিণ্ডের পেশী দুর্বল হয়ে পড়ে। অক্সিজেন লেভেল কম হয়ে গেলেও হার্ট দুর্বল হযে পড়ে। ফলে বুকে ব্যথা হতে শুরু করে।
* ফুসফুসের এয়ার ব্যাগের চারপাশে প্লুরাল স্পেস থেকে নির্গত ইনফ্লেমেটারি অনুর কারণেও বুকে ব্যথা হতে পারে। কোভিডের কারমে নিউমোনিয়া হলে ফুসফুসের ইনফ্লেমেটারি বেড়ে যায়। ফলে ব্যথা হয়।
* অতিরিক্ত কাশি এবং গলা ব্যথার কারণেও বুকে ব্যথা হয়।
* কোভিডের কারণে ডায়রিয়া বা খাবারে অনীহার কারণে অ্যাসিডিটি এবং গ্যাস থেকেও বুকে ব্যথা হতে পারে।
* আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই অ্যাসিম্পটোমেটিক। কিন্তু রোগ ধরা পড়লে তাঁদের চিন্তা বেড়ে যায়। এই স্ট্রেস এবং উদ্বেগ থেকেও বুকে ব্যথা হতে পারে।
তাই রোগ হলে আতঙ্কিত হবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছেন। প্রতিদিনের হিসাব দেখলেই বুঝতে পারবেন যে মৃতের চেয়ে সেরে ওঠার হার অনেক অনেক বেশি। তাই মনে জোর রাখুন। কারণ সমস্ত শক্তি মনেই থাকেই। মন একবার দুর্বল হয়ে গেলে শরীরও ভেঙে পড়বে। তাতে আপনি যেমন কষ্ট পাবেন তেমনই দিশেহারা হয়ে পড়বেন আপনার প্রিয়জনেরা। তাই সচেতন থাকুন। সুস্থ থাকুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-23 10:04:42
Source link
Leave a Reply