নয়াদিল্লি: করোনার পাশাপাশি চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) বা মিউকরমায়োসিস (mucormycosis)। রাজস্থানে ইতিমধ্যেই এই রোগকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে আবার হানা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস। বিহারে ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন ৪ জন। শোনা যাচ্ছিল, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই হোয়াইট ফাঙ্গাস। কিন্তু চিকিৎসকদের দাবি, হোয়াইট ফাঙ্কাস একটি সাধারণ ফাঙ্গাল ইনফেরকশন। ব্ল্যাক ফাঙ্গাস তার চেয়ে অনেক মারাত্মক।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, এই হোয়াইট ফাঙ্গাস বলে আসলে কোনও রোগই নেই। এই সংক্রমণ ক্যানডিয়াডিসিস (candidiasis) মাত্র। বিহারের পাটনায় এই হোয়াইট ফাঙ্গাসের প্রথম সন্ধান পাওয়া গিয়েছে। যদিও সরকারের আওতাভুক্ত পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (PMCH) এই রিপোর্ট মানতে নারাজ। বিহারের পর উত্তর প্রদেশেও হোয়াইট ফাঙ্গাসের সন্ধান মিলেছে। সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. ঈশ্বর গিলাডা বলেছেন, “হোয়াইট ফাঙ্গাস শুধুমাত্র একটি মিথ বা জনশ্রুতি ও ভ্রান্ত ধারণা। এটি আসলে ক্যানডিয়াডিসিস। এই রোগ ক্যানডিডা নামে এক ছত্রাকের সংক্রমণে হয়।” ব্ল্যাক ফাঙ্গাসের থেকে যে হোয়াইট ফাঙ্গাসকে বিপজ্জনক বলা হচ্ছে তার কোনও ভিত্তি নেই বলে দাবি বিশেষজ্ঞদের।
বম্বে হাসপাতালের পালমোনোলজিস্ট ড. কপিল সালজিয়া ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা করছেন। তিনি বলেছেন, মিউকরমায়োসিস অনেক বেশি আক্রমণাত্মক। এটি চোখ, মস্তিষ্ক ও প্রয়োজনীয় অঙ্গে আঘাত হানতে পারে। এটি অনেক বেশি বিপজ্জনক কারণ এটি সাধারণত মানুষের শরীরে পাওয়া যায় না। ক্যানডিয়াডিসিস সহজে নির্ণয় করা যায় এবং এর চিকিৎসাও সহজেই করা হয়। বেশিরভাগ সময় জীবন নিয়ে টানাটানি হয় না। অবশ্য এক্ষেত্রে উপসর্গগুলি তাড়াতাড়ি শনাক্ত করে চিকিৎসা শুরু করে দেওয়া প্রয়োজন। নাহলে এটি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তবে এই রোগের সঙ্গে লড়াই করার জন্য অনেক ওষুধ রয়েছে বলে জানান তিনি।
দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়াবেটিস যাঁদের রয়েছে বা যাঁরা দীর্ঘদিন ধরে কোভিডের কারণে স্টেরয়েড নিয়েছেন তাঁদের ক্যানডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। ড. ঈশ্বর গিলাডা বলেছেন, যখন করোনা মারাত্মক হয়ে ওঠে তখন অ্যান্টিভাইরালস এবং অ্যান্টিবায়োটিক ছাড়াও স্টেরয়েড দিতে হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে ক্যান্ডিডিয়াসিসের সাধারণ সংক্রমণ মুখে হয়। তবে এটি নাক, মুখ ও যৌনাঙ্গকে সংক্রমিত করতে পারে। এর লক্ষণগুলি হল মাথা ব্যথা, মুখের একপাশে ব্যথা, ফোলা ভাব, দৃষ্টি হ্রাস পাওয়া এবং মুখের আলসার।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-22 08:03:33
Source link
Leave a Reply