হাইলাইটস
- বন্ধু পরিজনকে কোনও রকম নেগেটিভ বার্তা দেবেন না।
- করোনা হলেই শ্বাসকষ্ট হয় না। অক্সিজেন কমে যায় না।
- মনের জোরটাই আসল
যেভাবে সম্ভব পাশে থাকুন- এমন দুঃসময়ে অবশ্যই মানুষের পাশে থাকুন। যেভাবে পারবেন। অনলাইনে এখন অনেক সুবিধে। তিনি মুখে না বললেও একদিন তাঁর জন্য ফল, সবজি কিংবা নিদেনপক্ষে একটা চকোলেটও কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন। কেউ খুব সমস্যায় না পড়লে আপনাকে মুখ ফুটে কিছু বলবে না। মাস্ক আর গ্লাভস পরে আপনি যদি তাঁদের দরজার বাইরে কোনও খাবার রেখে আসেন তাতেও কিন্তু কোনও সমস্যা নেই।
ফোনে আড্ডা দিন- ইন্টারনেট আর ভিডিয়ো কলের যুগে ঘরে বসে মন খারাপের দিন শেষ। এই সময়ে মানসিক ভাবে সুস্থ থাকা খুব প্রয়োজন। আর তাই সবাই মিলে ভিডিয়ো কলে আড্ডা দিন। একসঙ্গে সবাই বসে গল্প করলে বাড়ির গুমোট ভাবটাও কাটবে।
কোনও নেগেটিভ কথা নয়- বন্ধু পরিজনকে কোনও রকম নেগেটিভ বার্তা দেবেন না। করোনা হলেই শ্বাসকষ্ট হয় না। অক্সিজেন কমে যায় না। মনের জোরটাই আসল। আর তাই সব সময় মনের জোর দিন। পজিটিভ কথা বলুন। সবাই বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেয়েই সুস্থ হয়ে যাচ্ছে। তিনিও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। চিন্তা নেই।
কোনও ভুল বার্তা ছড়াবেন না- এই সময় অনেকেই অতি সচেতন হয়ে ভুল বার্তা ছড়াচ্ছেন। যিনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তাঁকেও মেরে ফেলছেন। এরকম কোনও কিছু করবেন না। এতে মানসিক ভাবে সবাই ভেঙে পড়বেন। বরং তাঁদের লড়াইটা আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। বরং তাঁদের হাসপাতাল, চিকিৎসা সংক্রান্ত যেটুকু সাহায্য আপনি করতে পারবেন তা করুন। প্রয়োজনে আপনিই তাঁদের হয়ে লোকাল কাউন্সিলরকে জানিয়ে রাখুন।
মনে রাখবেন এই সবাইকে নিয়েই আপনাকে চলতে হবে- আজ যে পরিবার করোনা আক্রান্ত হয়েছেন দুদিন পর যে আপনিই সপরিবারে করোনা আক্রান্ত হবেন না তা কেউ বলতে পারে না। যে কোনও মানুষ যে কোনও দিন সমস্যায় পড়তে পারেন। তখন কিন্তু আপনিও একই রকম ব্যবহার পাবেন। আর মানুষের মনে আপনার এই ব্যবহারই থেকে যাবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-21 22:25:48
Source link
Leave a Reply