প্রতিদিন অবশ্যই যোগ এবং ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন
শরীরের বেশিরভাগ রোগই বিদায় নিতে পারে, যদি আপনি প্রতিদিন যোগা করেন। শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে প্রতিদিন প্রাণায়াম করতে পারেন। এছাড়া প্রতিরোধ ক্ষমতা (immunity) বাড়াতে নিয়মিত ২০-৩০ মিনিট দ্রুত গতিতে হাঁটুন। বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি বাগান থাকে, সেখানে হাঁটতে পারেন। যারা অ্যাপার্টমেন্টে থাকেন, তাঁরা ঘরেই হাঁটুন, অথবা সম্ভব হলে ছাদে।
শরীরে যেন জলের ঘাটতি না হয়
ডিহাইড্রেশন কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। কাজেই খেয়াল রাখুন শরীরে যেন জলের অভাব না হয়। সারা দিনে অন্তত আট গ্লাস জল পান করুন। সঙ্গে গ্রিন টি বা দুধ-চিনি ছাড়া চা, ফলের রস এসবও খেতে পারেন। তবে সফ্ট ড্রিংক বা কফি না খাওয়াই ভালো।
আয়রনযুক্ত খাবার রাখুন রোজকার ডায়েটে
আমাদের শরীর কিন্তু খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে। কাজেই রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ঠিক থাকে, সেজন্য সুষম আহার অত্যন্ত জরুরি। এর সঙ্গেই রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য প্রতিদিন আয়রনযুক্ত খাবার খান। সবেদা, আপেল, পাতিলেবু, নানা রকমের ডাল, আমন্ড, খেজুর ইত্যাদি খাওয়া অভ্যাস করুন।
প্রয়োজনে প্রোনিং করুন
যদি কোনও কারনে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়, সেক্ষেত্রে প্রোনিং করতে পারেন। এতে ধীরে ধীরে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়বে এবং অক্সিজেন বাড়লে করোনা ভাইরাসে (covid 19) আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-21 19:38:11
Source link
Leave a Reply