নিউ দিল্লি: ভারতে করোনা সংক্রমণের ঢেউ সামলানোর জন্য বেশি মাত্রায় করোনা টেস্ট করার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। ভারতে প্রত্যেকদিন প্রায় ১৬ থেকে ১৯ লক্ষ করোনা পরীক্ষা (Covid test) হচ্ছে। মে মাসের ১৯ তারিখে ভারতে প্রায় ২০ লক্ষেরও বেশি কোভিড টেস্ট হয়েছে। কিন্তু করোনা টেস্ট নিয়ে অনেক অভাব অভিযোগ সামনে আসছে। রিপোর্ট পেতে দেরি হওয়ার অভিযোগও উঠেছে। মূলত শহর গুলিতে, যেখানে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে উপসর্গ থাকা রোগীর ক্ষেত্রে রিপোর্ট আসতে দেরি হওয়ায়, বা টেস্টিং ল্যাবে চটজলদি টেস্ট করানোর পরিকাঠামোর অভাব সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) সেল্ফ টেস্টিং কোভিড ১৯ কিটকে ছাড়পত্র দিয়েছে। এই কিটের মাধ্যমে সংক্রমনের উপসর্গ থাকলে বাড়িতেই নিজের পরীক্ষা নিজে করে নেওয়া যাবে, কোনো প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে যাওয়ার প্রয়োজন নেই। কীভাবে এই টেস্টিং কিটের মাধ্যমে করোনা টেস্ট করা যায় আসুন দেখে নেওয়া যাক।
১. কোভিসেল্ফ টেস্টিং কিট দিয়ে বাড়িতেই হবে করোনা টেস্ট। টেস্টিং পদ্ধতির নাম রেপিড অ্যান্টিজেন টেস্ট (RAT)। এই পদ্ধতিতে নাক থেকে স্যাম্পেল সংগ্রহ করে টেস্ট করতে হয়।
২. ICMR এর মতে এই টেস্ট শুধুমাত্র উপসর্গ আছে এমন ব্যক্তিদের জন্য। এই টেস্টের রিপোর্ট যদি পজিটিভ হয় তবে সঙ্গে সঙ্গে কোনো ল্যাবরেটরির সঙ্গে যোগাযোগ করতে হবে।
৩. এই কোভিসেল্ফ কিট দিয়ে করোনা টেস্টের জন্য ডাক্তারের প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন নেই। ১৮ বছর বা তার বেশি বয়সীরা সহজেই এই কিট দিয়ে নিজের বাড়ি থেকেই এই টেস্ট করতে পারবেন।
৪. এই টেস্ট কিট ইউজার ম্যানুয়াল থাকে যাতে কীভাবে টেস্ট করতে হবে তার বর্ণনা থাকে। একটি পাউচের মধ্যে ন্যাসাল সোয়াব, প্রি ফিল্ড এক্সট্রাকশন টিউব ও টেস্ট কার্ড থাকে।
৫. টেস্ট হয়ে যাওয়ার পর ব্যবহারকারীকে my lab app ডাউলোড করে তাতে টেস্টের ফলাফল দিতে হবে।
৬. সতর্কতার সঙ্গে নাক থেকে স্যাম্পেল সংগ্রহ করে সেই স্যাম্পেল হাত দিয়ে না ছুঁয়ে প্রি এক্সট্রাকশন টিউবে দিতে হবে প্রায় ১০ বার।
৭. এর পর ইউজার ম্যানুয়াল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গুলি মেনে চললে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে টেস্টের ফলাফল। যদি রিপোর্ট পজিটিভ হয় তবে সঙ্গে সঙ্গে ল্যাবে যোগযোগ করে RTPCR টেস্ট করাতে হবে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-21 12:22:44
Source link
Leave a Reply