তবে, ভালো খবরটা হল, বাচ্চারা ঠিকঠাক সময়ে নিজেরাই, নিজেদের অ্যাটেনশন স্কিল ডেভেলপ করে নিতে পারে। এমনকী প্রমাণিতও হয়ে গিয়েছে যে, শৈশবেই বাচ্চাদের মনোনিবেশ বাড়াতে একটু গভীরে গিয়ে তাদের ট্রেনিং দিলেই, তা পরবর্তীতে তাদের কগনিটিভ স্কিলস এবং ব্যবহারে ব্যাপক ভাবে প্রভাব ফেলতে পারে। আর সেখানেই সর্বপ্রথম অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য জরুরি হয়ে দাঁড়ায় ট্রেনিং। বাচ্চাদের অ্যাটেনশন বিল্ডিং জার্নিতে সাহায্যে করতে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য অস্ট্রেলিয়ান টেক কোম্পানি TALi অসাধারণ গ্রাউন্ড-ব্রেকিং রিসার্চ করে সফল হয়েছে। নিউরোসাইনটিস্টদের অসাধারণ টিম, ইঞ্জিনিয়ার এবং গেম ডেভেলপারদের দিনরাত পরিশ্রমের ফলেই TALi অ্যাপের কাছে এই মুহূর্তে 3-8 বছরের বাচ্চাদের মনোসংযোগ বৃদ্ধির অভাবনীয় কিছু সলিউশন রয়েছে। ডেভেলপমেন্টাল সাইকোলজি এবং কগনিটিভ নিউরোসায়েন্সে 25 বছরেরও বেশি সময় ধরে রিসার্চের পর, এই সংস্থা দুটি অত্যন্ত কার্যকরী অ্যাটেনশন অ্যাপস নিয়ে হাজির হয়েছে – TALi এবং TALi TRAIN।
TALi কী ভাবে কাজ করে?
গত এক বছরে শিক্ষা নামক প্রতিষ্ঠানটাই সম্পূর্ণ ভাবে অনলাইনে চলে এসেছে। আর সেখানেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেই সব বাচ্চারা, যাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা একটু নড়বড়ে। একটাই স্ক্রিনের দিকে লাগাতার তাকিয়ে থাকার ফলে, তাদের মনোযোগে ব্যাঘাত ঘটে বৈকি! আর এমনই এক কঠিন সময়ে বৃহত্তর এই সমস্যার সুদূরপ্রসারী সলিউশন নিয়ে হাজির হয়েছে বাচ্চাদের মনোসংযোগের বিষয়টি জোরদার করে দেখিয়ে দিয়েছে TALi। এই অ্যাপের ইন্টারফেস খুবই ফ্লেক্সিবল এবং সেই সঙ্গে এনগেজিংও। বাচ্চারা এর সাহায্যেই নিজেদের সেরাটা দিতে পারবে।
শুরু করতে গেলে প্রথমেই TALi অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করতে হবে। অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা, বাচ্চাদের মাত্র 20 মিনিট সময় ধরে ছয়টিরও বেশি এনগেজিং টাস্ক দিয়ে দিতে পারেন। আর সেখান থেকে খুব সহজেই তাঁরা শিশুর অ্যাটেনশন স্কিল যেমন বিশ্লেষণ করতে পারবেন, তেমনই আবার তার মূল্যায়ণও করতে পারবেন। এই মুহূর্তে ভারতে আরও বৃহত্তর ইউজারবেস তৈরি করতে TALi অ্যাপের অ্যাটেনশন অ্যাসেসমেন্ট বিনামূল্য়েই নিয়ে আসা হয়েছে। আর সেই অ্যাসেসমেন্টের পর অভিভাবকেরা তাঁদের বাচ্চাদের 5 সপ্তাহের একটি অ্যাটেশন ট্রেনিং কোর্সের মধ্যেও নিয়ে যেতে পারবেন। সেই ট্রেনিংয়ে বাচ্চাদের মনোযোগের দিকটা আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে বাড়বে, সেই সঙ্গেই ফোকাস এবং শেখার বিষয়েও তাদের আগ্রহ তৈরি হবে। এই ধরনের গেম-বেসড টাস্কগুলি আসলে মজাদার এবং বাচ্চার মনোসংযোগ বাড়ানোর ক্ষেত্রেও খুবই এনগেজিং।
মনোযোগের দিক থেকে বাচ্চারা কতটা পরিণত হয়েছে, তার ট্র্যাক রাখার জন্যও TALi অ্যাপ অভিভাবকদের সঙ্গে দুটি পার্সোনালাইজড অ্যাটেনশন রিপোর্ট শেয়ার করে। তাদের মধ্যে একটি হল পোস্ট-অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং অপরটি পোস্ট-ট্রেনিং রিপোর্ট, যা ট্রেনিংয়ের সময়ই সাপ্তাহিক ইমেল আপডেটসের সঙ্গে পাটানো হয়। এর এই রিপোর্টই অভিভাবকদের খুবই সাহায্য করে, তার বাচ্চাদের রিয়েল টাইম বেসিসে মনোযোগের দিকটা সঠিক ভাবে ধরে ফেলতে। শুধু তাই নয়, এই ধরনের রিপোর্ট শিক্ষক-শিক্ষিকা এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যাপক ভাবে সহায়ক হতে পারে, যখন বিষয়টি বাচ্চার সামগ্রিক কগনিটিভ পারফরম্যান্সের রূপ তুলে ধরার বিষয় হয়ে দাঁড়ায়।
তারকা অভিভাবকদেরও প্রিয়
TALi-র এই দৃষ্টি আকর্ষণ করার এমনতর শক্তি সারা বিশ্বেই অন্যতম শক্তিশালী এবং প্রস্তাবিত শিক্ষামূলক অ্যাপ্লিকেশন হিসেবে সারা বিশ্বের কাছেই পরিচিত হয়ে উঠেছে। এমনকী ভারতেও TALi বিশেষ করে তারকা অভিভাবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত স্তরে অনেক সেলিব্রিটি মা’য়েরা এই অ্যাপ ব্যবহার করে থাকেন। যেমন নেহা ধুপিয়া, সোহা আলি খান এবং করণবীর বোহরার মতো মানুষজন এই অ্যাপ থেকে সরাসরি উপকৃত হয়েছেন। তাঁদের প্রত্যেকেই জানিয়েছেন যে, কী ভাবে মাত্র 5 সপ্তাহের ব্যবধানে TALi তাঁদের বাচ্চার অ্যাটেনশন বাড়িয়ে শক্তিশালী করে তুলেছে মনোযোগের বিষয়টি।
TALi অ্যাপ সম্পর্কে কী বলছেন তাঁরা:
অনেক বেশি সময় ধরে, মনোযোগকেই কোনও বিশেষ বস্তুর উপরে ফোকাসের জন্য সংজ্ঞায়িত করা হয়েছে। তবে যে যাই বলুক না কেন, লং-লাস্টিং অ্যাটেনশনের বিষয়টি শুধুই কোনও নির্দিষ্ট বস্তুর উপরে মনোনিবেশ করার মধ্যেই সীমাবদ্ধ নেই। তার মধ্যে আরও গভীর অন্তর্নিহিত অর্থ রয়েছে, যা বাচ্চার জীবনের উপরেও নির্ভরশীল। আর এখানেই জাদুকাঠির মতো কাজ করে থাকে TALi-র মতো একটা অ্যাপ। এর মধ্যে বাচ্চার মনোসংযোগ বাড়ানোর সমস্ত উপাদান রয়েছে। এটি শিশুদের সর্বদা ফোকাসড্ রাখতে সঠিক অন্তর্দৃষ্টি এবং তথ্য দিয়ে তৈরি করা হয়েছে, যাতে তারা অ্যাপটিতে শিখছে এমন কিছুই পুনরাবৃত্তিজনক বলে না মনে হয়। আর সেই কারণেই TALi ভারতীয় অভিভাবকদের বিশেষ ভাবে সুযোগ দিয়ে থাকে, যাতে বাচ্চাদের মনোসংযোগ দেওয়ার বিষয়টি যেন দ্রুততার সঙ্গে কার্যকরী হয় এবং দীর্ঘ সময়ের জন্য তা ধরেও রাখতে পারে বাচ্চারা।
TALi অ্যাপ ডাউনলোডের মধ্যে দিয়ে আপনার বাচ্চার ফ্রি অ্যাটেনশন অ্যাসেসমেন্ট করতে এখানে ক্লিক করুন।
ডিসক্লেইমার: TALi-র তরফে এই আর্টিকল প্রোডিউস করেছে টাইমস ইন্টারনেটের স্পটলাইট টিম।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-19 19:52:09
Source link
Leave a Reply