শাড়ির ফ্যাব্রিক হোক এ ধরণের
অধিকাংশ ফ্যাশন ডিজাইনারের মতে, গরমের সময় হাল্কা শাড়ি সকলে পছন্দ করে থাকেন। প্রতিদিনের জন্য অরগ্যাঞ্জা, কোটা বা চান্দেরি শাড়ি পরা যেতে পারে। এই শাড়িগুলি খুবই হাল্কা এবং শাড়ি সামলে কাজ করতেও কোনও অসুবিধা হবে না।
কেউ কেউ আবার গরম কালে সুতি, খাদি, কাঞ্চি, মঙ্গলাগিরি, ভেঙ্কটগিরি পরতে ভালোবাসেন। বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলে, তাতে খাদি জামদানি পরে সকলকে তাক লাগাতে পারেন। এমনকি হাল্কা কাজের ওপর কোটা শাড়িতেও নিজেকে সাজিয়ে তুলতে পারেন।
গরমে যেমন রঙ পছন্দ করবেন
শুধু মেটেরিয়ালই নয়, রঙ নির্বাচনের ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখা উচিত। গরমে হাল্কা রঙের শাড়িতেই স্বচ্ছন্দ বোধ থাকে। গাঢ় রঙের শাড়ি তাপমাত্রা শোষণ করে বেশি, ফলে গরম লাগে। ফ্যাশান ডিজাইনারদের মতে হাল্কা রঙের শাড়ি মন ও শরীর— দুটিকেই শীতলতা প্রদান করে। এই সময় হাল্কা গোলাপী, নীল, হলুদ বা আকাশী নীল রঙের শাড়িই হোক প্রথম পছন্দ। আবার ফ্লোরাল, প্যাস্টল ও উজ্জ্বল রঙের শাড়ি অধিক জনপ্রিয়।
অরগ্যাঞ্জা
পাতলা, স্বচ্ছ এই শাড়িটি এখন ফ্যাশনে। বর্তমানে অর্গ্যান্জা শাড়ির চাহিদা তুঙ্গে। প্রিন্টেড, এমব্রয়ডারি করা অর্গ্যান্জা এখন খুবই জনপ্রিয়। এমনকি কাঞ্চিপুরম, বেনারসীর মতো ঐতিহ্যময় শাড়ির বুনোন হালকা করতে অরগ্যাঞ্জা মেটেরিয়াল ব্যবহার করা হয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-16 14:33:53
Source link
Leave a Reply