হাইলাইটস
- এমন পরিস্থিতিতে দুঃখ, মনখারাপ হওয়া খুব স্বাভাবিক।
- কিন্তু আমাদের সবাইকে চেষ্টা করতে হবে কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়।
- আর এর জন্য আমাদের একে অপরের পাশে থাকতে হবে
অকারণে রাগারাগি নয়- অকারণে কেউ কারোর উপর রেগে যাবেন না। এই পরিস্থিতে দুজনেই মাথা ঠান্ডা রাখুন। একে অপরকে সব সময় ভরসা দিন। নিজেরা একে অপরকে বলুন সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি ভালো দিন আসছে।
আরও বেশি করে ভালোবাসুন- ভালোবাসার মানুষটি যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আরও বেশি করে তার খেয়াল রাখুন। তাঁকে আগলে রাখুন। যেটুকু করতে পারবেন সেটুকু অবশ্যই করবেন। তাঁকে খাবার বানিয়ে দিতে পারেন। সুন্দর কোনও গান রেকর্ড করে উপহার দিতে পারেন।
পজিটিভ থাকুন- সবসময় পজিটিভ থাকুন। মনকে শান্ত রাখুন। অযথা টেনশন নেবেন না। মনের দিক থেকে যত ভালো থাকবেন তত বেশি সুস্থ থাকবেন। নিজের ইচ্ছেমতো কাজ করুন। বিশ্রাম নিন। দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
কিছু ভালো মুহূর্তের কথা বলুন- এমন সময় নিজেদের কাটিয়ে আসা ভালো মুহূর্তগুলো মনে করুন। সেই মুহূর্তের কথা, ছবি শেয়ার করুন। সেই সঙ্গে প্ল্যান করুন সেরে উঠলে আগে কোথায় যাবেন। জীবনটাকে অন্যরকম ভাবে দেখুন। ভাবুন। দেখবেন এই সব কিছু অন্ধকার কাটিয়ে উঠতে পারবেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-11 00:25:36
Source link
Leave a Reply