হাইলাইটস
- ফ্রুট স্যালাড , চিকেন স্যালাড বা ঘরোয়া স্যালাড । বাড়ির খাবার থেকে রেস্টুরেন্ট ।
- বাঙালির এখন হট ফেভারিট স্যালাড । কেউ খাচ্ছেন ওজন কমাতে। কেউ খাচ্ছেন পেট ভরাতে।
- লাঞ্চ হোক বা ডিনার, পাতের পাশে স্যালাড না হলে চলে না। ও
- ওজন কমাতে বা হেল্দি থাকতে ফ্রুট স্যালাড বা চিকেন স্যালাডও পছন্দের তালিকায় জায়গা নিয়েছে।
কিন্তু পপকর্ন স্যালাড! নেতিয়ে যাওয়া পপকর্ন খেতে কারোর ভালো লাগে? সত্যিই কি এমন কেউ আছেন? গোটা সোশ্যাল মিডিয়ার ট্রোল হচ্ছে এই অদ্ভুত রান্নার রেসিপি নিয়ে। কেউ বলছেন খারাপ রেসিপি। কেউ বা বলছেন এমন খাবার তৈরি করাটা মনুষ্যত্বের বিরুদ্ধে অন্যায়- এর সমান।
আমেরিকার বিখ্যাত ফুড ব্লগার Molly Yeh সম্প্রতি এই পপকর্ন স্যাল্ড তৈরির ভিডিয়ো টুইট করেছেন। Molly Yeh মার্কিন ফুড নেটওয়ার্ক কুকিং শো ‘গার্ল মিটস ফার্ম’- এর সঙ্গে যুক্ত।
ওই ফুট ব্লগারের শেয়ার করা ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটা বড় বাটিতে স্যালাড তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত সবজির সঙ্গে মেয়োনিজ, ক্রিম এসব রাখা হয়েছে, এবার তার মধ্যে মেশানো হয়েছে প্রচুর পরিমাণ পপকর্ন। ভিডিয়োতে রেসিপি এবং খাবারের চেহারা দেখে খুব একটা খারাপ না লাগলেও আদতে এই খাবার যে খেতে ভালো নয়, সেকথা জানিয়েছেন নেটিজেনরা। আর তাই প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, নেতিয়ে যাওয়া পপকর্ন খেতে কারোও ভালো লাগে? শসা, গাজর, ক্যাপসিকাম ও অন্যান্য ফল-সবজি এবং মেয়োনিজ ও ক্রিমের সঙ্গে পপকর্ন মেশালে সত্যিই নেতিয়ে যাবে। খেতেই বিশেষ ভালো লাগবে না। তাই ‘পপকর্ন স্যালাড’- কে শুরুতেই বয়কট করে দিয়েছেন খাদ্যরসিকরা।
টুইটারে এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিউ পেরিয়েছে লক্ষের গণ্ডি। তবে এমন অদ্ভুত রেসিপি তৈরি করে পপকর্ন স্যালাড কেমন খেতে হয়ে সেটা জানানোর সাহস করেননি কেউই। তবে আপনি চাইলে একবার এই পপকর্ন স্যালাড বানিয়ে চেখে দেখতেই পারেন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-30 12:05:14
Source link
Leave a Reply