প্রিয় বন্ধু হয়ে উঠুন- স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা তকমার আগে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠুন। যাতে সঙ্গী আপনার সঙ্গে সব কথা শেয়ার করতে পারেন। মন খারাপ হলেও যেন বলতে পারেন। তেমনই ভালো লাগার মুহূর্ত একসঙ্গে ভাগ করে নিন। কখনই একে অপরকে মিথ্যে কথা বলবেন না। মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। বা কোনও কিছু লুকিয়ে যাবেন না। একে অপরের প্রতি বিশ্বাস গড়ে তোলাটা খুব জরুরি।
তাঁকে আগলে রাখুন- আপনার জীবনসঙ্গী, তাঁকে আগলে রাখার দায়িত্ব আপনার। তাঁকে কেউ কটূ মন্তব্য করলে সেখানে যেন প্রতিবাদ করবেন তেমনই তাঁর সুখে, দুঃখে সব সময় পাশে থাকবেন। অন্য কেউ যদি আপনার স্ত্রীয়ের উপর খারাপ আচরণ করেন, জোর করে তাঁর উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন সেখানেও রুখে দাঁড়াতে হবে আপনাকেই।
নিজের উপর নজর দিন- বেসির ভাগ ছেলেই কিন্তু নিজেদের দিকে নজর দেন না। নিজের পোশাক-আশাক, চেহারা, খাওয়াদাওয়া কোনও কিছুই ছন্দে থাকে না। হাইজিনের অভাব থাকে অনেকের মধ্যেই। দিনের পর দিন দাঁড়ি না কাটা, সময়মতো ব্রাশ না করা, স্নান না করা, খেয়ে প্যাকেট খাটেই ফেলে রাখা এসব অনেক ছেলের অভ্যেস। আর তাই এই অভ্যেস থেকে দূরে থাকুন। নিজের সৌন্দর্য নিজেই বজায় রাখুন। এতে সঙ্গী খুশি হবেন।
স্ত্রীয়ের ভাবনা আদর্শকে সম্মান করুন- সব মানুষ ছোট থেকে একরকম ভাবে বড় হন না। এক একজনের বড় হওয়া এক এক রকম। আর তাই যদি তিনি পুজো আচ্চা করেন বা তাঁর কোনও আদর্শ থাকে তাকে সম্মান করুন। কখনই তাঁর আদর্শের দিকে আঙুল তুলবেন না। এছাড়াও তিনি যদি সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকেন তাহলে সেই কাজেরও প্রশংসা করুন। এমন নয় যে তাঁর আদর্শ আপনাকেও মেনে চলতে হবে।
ভালোবাসা থাকুক- আগলে রাখা, খোঁজ রাখা, এই সব ছোট ছোট বিষয়ের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা। ভালোবাসা মানেই দামি উপহার নয়। ফুল পছন্দ করেন স্ত্রী? গাছ ভালোবাসেন? মাঝে মধ্যেই উপহার দিতে পারেন ফুল, গাছ। কখনও সারপ্রাইজ ডিনারে গেলেন। একদিন ঘর গুছিয়েও ভালোবাসা জানাতে পারেন। মোটকথা ভালোবাসা আপনাদের হাতে। যেভাবে দুজনে ভালো থাকবেন তাই থাকুন। অতিরিক্ত আসা আর চাহিদা না থাকলেই দেখবেন জীবনে আনেক ভালো আছেন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-29 14:57:51
Source link
Leave a Reply