মহামারীর দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়তেই রীতিমত নাকানি-চোবানি খাচ্ছে হাসপাতালগুলি এবং সাধারণ মানুষ। প্রতিটি হাসপাতালের সামনে রোগীদের লম্বা লাইন চিন্তার ভাঁজ তৈরি করেছে স্বাস্থ্যকর্মীদের কপালে। এছাড়াও আরেকটি বিষয় যা ভাবিয়ে তুলছে তা হল এর লক্ষণ।
করোনা ভাইরাসের লক্ষণগুলি সাধারণ সর্দি-কাশির সঙ্গে এতটাই সাদৃশ্য রাখে যে দুটির মধ্যে পার্থক্য বের করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। যদিও একটি নতুন রিপোর্ট পাওয়া গিয়েছে যেখানে এই ভাইরাসের আবার নতুন কিছু লক্ষণ পাওয়া গেছে। সেটি আবারও ভাবিয়ে তুলেছে ডাক্তারদের।
রিপোর্টে বলা হচ্ছে যে করোনা আক্রান্তদের শরীরে হঠাৎ করেই প্লেটলেট সংখ্যা খুব কমে যাচ্ছে এবং সেই রোগীরা দ্রুত ভীষণ ক্লান্তি বোধ করছেন। এরপর ধীরে ধীরে জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এই প্রাথমিক লক্ষণগুলিকে অবহেলা করলেই বিপদে পড়তে পারেন আপনি। চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটি সুস্থ ব্যক্তির শরীরে দেড় লাখ থেকে সাড়ে চার লাখের মধ্যে প্লেটলেট থাকা উচিত।
আরো পোস্ট- এই কয়েকটি ভুল আর চরম বিপদে পড়বেন হনুমান জয়ন্তীতে
আবার কোন কোন রোগীর ক্ষেত্রে শোনা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে তাদের শুকনো কাশি, জ্বর বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে না যা সাধারণভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। সুতরাং প্লেটলেট কমে গেলেই হাসপাতালে যান। ডাক্তারের পরামর্শ নিন।
এর মধ্যেই আবার করোনার করাল ছোবলে পড়েছে বাংলা। প্রতিদিন মৃতের ও আক্রান্তের সংখ্যা চমকে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ ও নাগরিকদের। সোমবার স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া পরিসংখ্যান বলছে যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯২ জন।
চিকিৎসকরা রাজ্যের করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে যে কোনও ভাবে করোনার শৃঙ্খল ভাঙার কথা উল্লেখ করছেন। নইলে আগামী জুন মাসের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে বঙ্গে, এমন ভয় পাচ্ছেন তারা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে সম্বল করেই করোনা যোদ্ধারা এই লড়াইয়ে নেমেছেন। যাতে যে কোনো ভাবেই হোক আটকে দেওয়া যায় এই মৃত্যু মিছিল।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-27 15:41:16
Source link
Leave a Reply