হাইলাইটস
- কল্পনা আর বাস্তবকে কী ভাবে আলাদা করা যায়
- তা নিজেদেরই খুঁজে বের করতে হবে।
- নইলে যে কোনও সম্পর্কেই সমস্যা আসবে
এই সময় জীবনযাপন ডেস্ক: ছোট থেকেই গল্পের বই এর পোকা গুনগুন। অবশ্য মা-বাবাই মেয়ের মধ্যে এমন সুন্দর অভ্যেস গড়ে তুলেছেন। ভালো রেজাল্ট হোক বা জন্মদিন কোনও কিছু ভালো কাজ করলেই গুনগুনকে গল্পের বই উপহার দিত ওর মা। ফলে কমিকস, ফিকশন সব কিছুই ওর পড়তে ভালো লাগত। এমনকী একটু বড় হতে সে নিজের মতো গল্প লেখারও চেষ্টা করত। কখনও বানাতো কমিকসের স্ট্রিপ। আর তার এই গুণের প্রশংসা করত সকলেই।
পড়া থেকে ছুটি পেলে কিংবা ছুটির দিনে নিয়ম করে গল্পের বই পড়ত সে। আর এর জন্য ক্লাসেও খানিক সুবিধে পেত গুণগুণ। মিস কোনও প্রশ্ন করলেই ঝটপট উত্তর দিতে পারত। মাছে মাঝে বইয়ে পড়া পছন্দের চরিত্রদের মতো কথা বলত, ছবি আঁকত, অভিনয়ও করে দেখাতো। ছোট্ট মেয়ের কান্ডকারখানায় তখন সবাই হেসে খুন! গল্প লিখে বেশ কয়েকবারও পুরষ্কারও এল তার ঝুলিতে। কিন্তু সমস্যার সূত্রপাত হতে থাকল এর পর থেকে। গল্পের বইতে পড়া একটি আমেরিকান মেয়েতে তার খুব মনে ধরেছিল। সেই মতো তার নিজেরও একটি নামকরণ করেছিল সে। আর ওই নামে তাকে ডাকলে খুবই খুশি হতো।
ইংলিশ ব্রেকফাস্ট, ইংরেজি ভাষার সেদেশের টান এসবেই ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ল সে। সমস্যা হল কলেজে গিয়ে। বেশ কিছু বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব হলেও প্রাণখুলে মিশতে পারল না একেবারেই। সমস্যা আরও জটিল হল যখন রৌণকের সঙ্গে তার প্রেম শুরু হল। বন্ধপরা মিলে আড্ডা মারবে, সিনেমা দেখতে যাবে এসব মোটেই পছন্দ ছিল না গুনগুনের। তার সব সময় পছন্দ কফিশপ। শুধু তাই নয়, তার পড়া চরিত্রদের সঙ্গেও রৌণকের মিল না থাকায় একটু মনক্ষুন্নই হল সে। এসব নিয়ে মাঝে মধ্যে ঝামেলাও লাগত। আর গুনগুনের সারাক্ষণ মুখে বই গুঁজে বসে থাকার এই অভ্যাসটা রৌণকেরও তেমন পছন্দ হচ্ছিল না।
এদিকে দুজনের মধ্যে কিন্তু দারুণ বন্ধুত্ব। আসলে দোষটা গুনগুনের নয়। ছোট থেকে এভাবে বইয়ের সঙ্গে একাত্ম হয়ে থাকায় তার অজান্তেই সেই সব চরিত্ররা ওর মনে গেঁথে বসে রয়েছে। ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা একদল বইপোকাদের উপর গবেষণা চালিয়েছেন। তাঁরা দেখেছেন অনেকেই এই সব চরিত্রদের নিয়ে বেশি ভাবেন। আর তাঁদের ক্ষেত্রেই এই সমস্যা বেশি হয়। এমন অনেক গল্প থাকে যার রসদ বাস্তব থেকেই নেওয়া হয়। কিন্তু সব গল্পের সঙ্গে বাস্তবের মিল হয় না। কল্পনা আর বাস্তবকে কী ভাবে আলাদা করা যায় তা নিজেদেরই খুঁজে বের করতে হবে। নইলে যে কোনও সম্পর্কেই সমস্যা আসবে। গল্প উপন্যাস আমাদের বিনোদন দেয়, পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। অনেক চরিত্রের সঙ্গেই হয়তো মিল পাওয়া যায়। কিন্তু এই মিল কখনই সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-23 20:16:39
Source link
Leave a Reply