হাইলাইটস
- দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা (COVID) সংক্রমণ। আর তার সঙ্গে ছড়াচ্ছে একাধিক ভ্রান্ত ধারণা।
- করোনার দ্বিতীয় ঢেউ ভারতের ওপর আছড়ে পড়েছে, তখন ফের মাথাচাড়া দিয়ে উঠছে একাধিক ভ্রান্ত ধারণা।
- কেউ কেউ বলছেন মদ খেলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে!
অ্যালকোহল ত্বকের ওপর ভাইরাস ও ব্যাকটিরিয়াকে ধ্বংস করতে পারলেও শরীরের অভ্যন্তরে এরকম কোনও সম্ভাবনা নেই। বরং অত্যাধিক মদ্যপান শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে। অ্যালকোহল সেবন মানুষকে করোনার হাত থেকে রক্ষা করতে পারে এবং ভ্যাকসিন নেওয়ার পর এটি খাওয়া উচিত কিনা। দেখে নিন-
সরকারি গাইড লাইন কী বলছে?
যদি কোনও ব্যক্তি ভ্যাকসিন ডোজ গ্রহণের পরে অ্যালকোহল গ্রহণ করে তবে ভ্যাকসিনের ডোজের প্রভাব হ্রাস হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে যে গাইডলাইনটি দেওয়া হয়েছে, তাতে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে অ্যালকোহল পান করা ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস করে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, ডোজ নেওয়ার পর অ্যালকোহল সেবন না করাই ভালো।
WHO এবং CDC অ্যালকোহল সম্পর্কিত কোনও পরামর্শ দেয়নি
CDC বা অন্যান্য মেডিকেল বোর্ডের গাইডলাইনে এমন কোনও পরামর্শ দেয় হয়নি যে কোনও ব্যক্তির ভ্যাকসিনের ডোজ গ্রহণের পরে অ্যালকোহল পান করা উচিত নয়। অ্যালকোহল গ্রহণ করলে শরীরের উত্পাদিত অ্যান্টিবডি উত্পাদনে সরাসরি প্রভাব ফেলে না। বরং ভ্যাকসিন ডোজ গ্রহণের পরে, শরীরে উপস্থিত অ্যান্টিবডিগুলি ভবিষ্যতে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
মদ্যপান প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে
চিকিৎসকরা সতর্ক করছেন মদ্যপানের ফলে নিউমোনিয়া ও টিউবারকিউলোসিসের মতো রোগ হতে পারে। এমনকি অ্যালকোহল রোগ প্রতিরোধক তন্ত্রগুলিকে দুর্বল করে দিতে পারে। শরীরে অক্সিজেনের জোগানে সমস্যা তৈরি করতে পারে। মদ্যপানের ফলে মানসিক স্বাস্থ্যেও আঘাত আসতে পারে। বিভিন্ন ওষুধের কার্যকরিতা নষ্ট করে দিতে পারে মদ। তাই করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুজবে ভেসে মদ্যপানে না করছেন চিকিৎসকরা।
কতদিন পর মদ্যপান করা যেতে পারে?
বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন নেওয়ার পর কমপক্ষে ৪৫ দিনের জন্য অ্যালকোহল এড়ানো উচিত। কেননা, ভ্যাকসিন নেওয়ার পর অ্যান্টিবডিগুলি শরীরে সঠিকভাবে তৈরি হতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগে। সুতরাং টিকা দেওয়ার পরে, কিছু সময়ের জন্য আপনাকে অ্যালকোহলের পরিমাণ হ্রাস করতে হবে। যাতে আপনার প্রতিরোধ ক্ষমতায় কোনও প্রভাব না পড়ে।
তথ্য সৌজন্য: নব ভারত টাইমস।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-04-22 11:35:59
Source link
Leave a Reply