হাইলাইটস
- গর্ভাবস্থায় মহিলাদের শরীরের পাকস্থলীর ওপরে অতিরিক্ত চাপ পড়ে।
- সেই কারণে বদহজম, অ্যাসিড রিফ্লাক্স হয় অনেকের।
- বিশেষ করে শুলে মনে হয় সব খাবার যেন গলায় উঠে আসছে।
- সেই কারণেও ঠিকমতো ঘুমোতে পারেন না অনেকে।
তবে এর পাশাপাশি খেয়াল রাখতে হতে যে অতিরিক্ত ঘুমও বিপদ ডেকে আনতে পারে। হবু মা যদি দিনে নয় ঘণ্টার বেশি ঘুমোন তবে তা গর্ভস্থ সন্তানের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। গর্ভাবস্থায় পেট বড় হয়ে যাওয়ার কারণে শারীরিক অস্বস্তি এবং হরমোনাল নানা পরিবর্তনের কারণে অনেক সময় ঘুম ভালো হয় না। সাউন্ড স্লিপ না হওয়ার জন্য অনেক সময় ঘুমের মোট ঘণ্টা বেড়ে যায়। হরমোন জনিত কারণে অনেক সময় গর্ভবতী মহিলাদের ইনসমনিয়া দেখা দিতে পারে. প্রোজেস্টেরোন লেভেল বেড়ে যাওয়ায় ক্লান্তি বাড়তে পারে। সেই কারণেও ঘুমে বেড়ে যায় অনেকের।
গর্ভাবস্থায় মহিলাদের শরীরের পাকস্থলীর ওপরে অতিরিক্ত চাপ পড়ে। সেই কারণে বদহজম, অ্যাসিড রিফ্লাক্স হয় অনেকের। বিশেষ করে শুলে মনে হয় সব খাবার যেন গলায় উঠে আসছে। সেই কারণেও ঠিকমতো ঘুমোতে পারেন না অনেকে। ঘুমের মোট ঘণ্টা নিয়ন্ত্রণে রাখতে রাতে ভালো ঘুম প্রয়োজন। রাতে সাউন্ড স্লিপ হলেই দিনের বেলা বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা বন্ধ হবে।
রাতে ভালো ঘুমনোর জন্য প্রথমেই প্রয়োজন শারীরিক পরিশ্রম। তবে আপনি কী ধরনের অ্যাক্টিভিটি করবেন তা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঠিক করুন। অ্যাক্টিভিটির মধ্যে থাকলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে এবং এর ফলে ঘুমও ভালো হবে। আবার ফিজিক্যাল অ্যাকিভিটি করলে গর্ভবতী মহিলাদের অনেক সময় ডায়াবিটিস এবং হাইপারটেনশন হয়ে যায়, তার প্রবণতাও কমে।
এছাড়া ঘুমের একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে নিলেও ঘুম ভালো হয়। ভালো ঘুমের জন্য রাতে শোওয়ার আধঘণ্টা আগে সব সব গ্যাজেট বন্ধ করে দিন। উদ্বেগ কমানোর চেষ্টা করুন। তাহলেই দেখবেন রাতে ভালো ঘুম হচ্ছে এবং দিনের বেলায় বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা কমছে। এর ফলে অতিরিক্ত ঘুম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-22 13:16:46
Source link
Leave a Reply