ফুল ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো ফুলকে ভালোবাসী। ফুল সুন্দরের, পবিত্রতার প্রতীক। আমাদের সবার ভালো লাগে ভালোবাসার প্রিয় মানুষটির হাতে একগুচ্ছ ফুল তুলে দিতে পারলে। আর তাই ফুলই হয়ে ওঠে শাশ্বত ভালোবাসার অনন্য প্রতীক। জীবনে নানা সময়ে বিভিন্ন উপলক্ষে বাহারি রঙের ফুল আমরা উপহার হিসেবে পেয়ে থাকি। ভালোবাসার স্মৃতিটুকু অনেকদিন জিইয়ে রাখতে স্বভাবতই আমরা চেষ্টা করি কিছুদিন ফুলগুলো সতেজ রাখতে, ফুলদানিতে সাজিয়ে রাখতে। কিন্তু খুব কষ্ট লাগে, যখন অল্প সময়েই ফুলগুলো বাসি হয়ে পড়ে, ঝড়ে যায়। এটা সাধারণত ঘটে ফুলের সংরক্ষণ সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে। ফুল আমাদের চোখ ধাঁধায়, মনকে ভরায়। অপূর্ব সুঘ্রাণে আর সৌন্দর্যে ঘরকে রাখে প্রাণবন্ত আর তাই আমাদের ফুলের প্রতি নিতে হবে বাড়তি যত্ন জানতে হবে ফুলকে সংরক্ষণ করার উপায় ও পদ্ধতি। আমরা এ ব্যাপারে কথা বলেছি শাহবাগের ফুলতলার ফুল বিক্রেতাদের সঙ্গে। তারা জানালেন ফুল সতেজ রাখার বিষয়ে তাদের অভিজ্ঞতার কথা দিয়েছেন কিছু উপকারী টিপস।
০০ ফুলের ওপর পানি ছিটানো উচিত নয়। এতে ফুলের পাপড়ি নষ্ট হয় এবং পচে যায়।
০০ ফুল রাখার জন্য পরিষ্কার ফুলদানি বা পত্র ব্যবহার করুন।
০০ ফুলের পরিমাণ অনুযায়ী পাত্র বাছাই করুন। ছোট পাত্রে বেশি ফুল রাখলে তাড়াতাড়ি পানি শুকিেয় যায়।
০০ ফুলের ডাঁটা ও পাতা কাটার জন্য ধারালো কাঁচি বা ছুরি ব্যহার করুন। ফুলের ডাঁটা কেটে দ্রুত পানিতে রেখে দিন।
০০ ফুলের ডাঁটা তেরছা করে কাটলে ভালো হয়।
০০ ফুলদানিতে পানির মধ্যে ডুবে থাকা পাতা কেটে ফেলা উচিত। নাইলে পাতা পচে ফুলের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম য়ে।
০০ ফুলদানির পানিতে তামার মুদ্রা বা লেবুর রস দিতে পারলে ফুল অনেকদিন সতেজ থাকবে।
০০ প্রতিদিন ফুল ছাটুন। ঠাণ্ডা আবহাওয়ার দিনে দুইবার ছাটুন।
০০ নিয়মিত পানি বদলান। নোংরা বা বাসি পানিতে ফুল নষ্ট হয়ে যায়।
০০ প্রতিদিন ফুলের মতো করে ফুলের ডাঁটাও ছেঁটে দিন। এতে তাজা থাকবে।
০০ ফুলদানিতে ফুল সাজানোর আগে পানিতে লবণ ও ভিনেগার মেশালে ফুল কমপক্ষে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।
০০ ফুলের ডাঁটা কাটার পর পানিতে গ্লুকোজ মিশিয়ে নিন এবং পানিতে দুই টেবিল চামচ আখের রস মেশান। এতে ফুল তাজা থাকে।
০০ ফুল তাজা এবং রঙ উজ্জ্বল রাখতে পানি বদলানোর সময় নতুন পানিতে হাইড্রোজেন পার অক্সাইড বা লিকুইড ক্লোরিন ব্লিচ মেশান। এটা বেশ উপকারী পদ্ধতি।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০৮, ২০১০
Leave a Reply