প্রশ্ন: শিশু ঠিকমতো বড় বা লম্বা হচ্ছে কি না, তা বোঝার উপায় কী?
উত্তর: সাধারণ হিসাবে বছরে গড়ে ৫ সেন্টিমিটারের কম উচ্চতা বৃদ্ধি হলে বলা যায় শিশু বড় হচ্ছে না। তবে একেক বয়সে এই বৃদ্ধির হার একেক রকম। সহজভাবে কোনো শিশু তার সমবয়সীদের তুলনায় অনেক কম উচ্চতাসম্পন্ন হলে বা একই মাপের পোশাক দু-তিন বছর ধরে পরছে, এমনটি হলে কিংবা দুর্বল বা অসুস্থ মনে হলে তাকে চিকিৎসার আওতায় আনা উচিত।
অধ্যাপক মো. ফারুক পাঠান,
হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল
Leave a Reply