ডায়রিয়া আক্রান্ত শিশুর মলে রক্ত দেখা গেলে বুঝতে হবে শিশু আমাশয়ে ভুগছে। ডায়রিয়াজনিত শিশু মৃত্যুর প্রায় ১৫ শতাংশ ঘটে থাকে এ কারণে।
অপুষ্টি ও পানিস্বল্পতার শিকার হলে, বুকের দুধ পান না করলে শিশুদের আমাশয় মারাত্মক হয়ে ওঠে। এ ছাড়া ডায়রিয়ার তুলনায় আমাশয় শিশুর পুষ্টিমান ক্ষুণ্ন করে বেশি। হাম আক্রান্ত বা তিন মাসের মধ্যে হামে ভোগার ইতিহাস থাকলে মারাত্মক আমাশয় হওয়ার ঝুঁকি থাকে।
আমাশয় চিকিৎসায় পাঁচ মূল পদক্ষেপ হলো: বয়স ও ওজন অনুযায়ী অ্যান্টিবায়োটিকের মাত্রা নির্ধারিত করা, জিংক গ্রহণ, পানিস্বল্পতা পূরণ এবং স্বাভাবিক খাবার ও পুষ্টিমান নিশ্চিত করা।
ডা. প্রণব কুমার চৌধুরী
শিশু বিভাগ, চট্টগ্রামেডিকেল কলেজ ও হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২২, ২০১৩
Leave a Reply