প্রশ্ন: প্রসব-পরবর্তী স্তন্যপানকালে জন্মনিয়ন্ত্রণপদ্ধতি ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে?
উত্তর: প্রসব-পরবর্তী ছয় মাস কোনো মা যদি শুধু শিশুকে বুকের দুধ খাওয়ান, এমনকি রাতেও অন্তত দু-তিনবার এবং তার মাসিক ঋতুস্রাব যদি বন্ধ থাকে, তবে প্রাকৃতিক জন্মবিরতীকরণ হিসেবে তা কাজ করে। তবে তা শতভাগ কার্যকর না-ও হতে পারে। তাই নিরাপত্তার জন্য শিশুর বয়স চার মাস হওয়ার পর নিয়মিত মাসিক শুরুর আগ পর্যন্ত অন্য পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
ডা. মুনা সালিমা জাহান,
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৫, ২০১৩
hadid
14 .11.2018 tarik a mashik hobar date cilo ekhono hosse nah ekhon ki koro niyo
Bangla Health
গত এক মাসে লাইফে কী কী নতুন বা চেঞ্জ হয়েছে?