সমস্যা: আমার বয়স ২১। অবিবাহিত। আমার অনিয়মিত মাসিক সমস্যা। প্রায় দুই বছর ধরে দু-তিন মাস পর মাসিক হচ্ছে। আমি দুজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছি। প্রথম জন তিন মাস আয়রন জিফক্স খেতে বলেছিলেন এবং দুই মাস খাওয়ার পর মাসিক হয় এবং পরের মাসেও হয়, তাই আর ওষুধ খাইনি।
কিন্তু এর পর থেকে আবার সমস্যা হয়। দ্বিতীয়বার আরেকজন বিশেষজ্ঞকে দেখালে তিনি আমাকে আল্ট্রাসনোগ্রাফ, রক্ত পরীক্ষা করিয়ে কোনো সমস্যা পাননি। তিনি আমাকে সাত দিন নরকুলেট খেতে বলেন। খাওয়ার পর মাসিক হয় এবং পরের মাস থেকে আবার সমস্যা দেখা দেয়। ওষুধ খেলে মাসিক হয়।
আপা, আমি এর স্থায়ী সমাধান চাই। আমার মাসিক হওয়ার আগে বা পরে কোনো ব্যথা বা অসুস্থতা অনুভব করি না। আগে মাসিক সাত দিন হতো, এখন চার দিন হয়। খুব বেশি রক্ত যায় না। কিছুতেই স্বস্তি পাচ্ছি না। আপনি সমাধান দিয়ে আমার মানসিক কষ্ট দূর করবেন আশা করি।
মনি
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: তোমার অনিয়মিত মাসিক হচ্ছে। এটা মেয়েদের সাধারণ সমস্যার একটি। চিঠিতে তোমার ওজন ও উচ্চতা লেখনি। অনিয়মিত মাসিকের সঙ্গে স্থূলতার একটা সম্পর্ক রয়েছে। আয়রন ট্যাবলেট মাসিক নিয়মিত করার ওষুধ নয়। ট্যাবলেট নরকুলেট খেলে শুধু ওই মাসেই তোমার উইথড্রল ব্লিডিং হবে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান দেবে না। তোমার রক্তের কী পরীক্ষা করিয়েছে তাও জানাওনি। রক্তে হরমোনের মাত্রা পরীক্ষা করা জরুরি। ওজন বেশি থাকলে ওজনও কমাতে হবে। হরমোন পরীক্ষার ফলাফল অনুযায়ী চিকিত্সা নিলে স্থায়ী সমাধান পাবে বলে আশা করি। তুমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা হরমোন বিশেষজ্ঞের সঙ্গেও আবার যোগাযোগ করতে পারো।
পরামর্শ দিয়েছেন
রওশন আরা খানম
সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২১, ২০০৯
amar proti month ai period hoy bt proti monthei ager month er time a hoyna,date change hoy,amar age 25,unmarried.
ডেট চেঞ্জ হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়।
আমার স্ত্রীর বয়স ২৫ বছর। আজ ১ বছর ৮ মাস যাবত তার সাথে আমার বিয়ে হয়েছে। পুরো সময়টা ধরে আমি কিছু সমস্যা্র মুখামুখি হয়েছি। প্রায় ৪ বছর আগে তার হটাৎ মাসিক হয় এবং তা কোনভাবে বন্ধ না হওায় ডাক্তার এর সাথে কথা বলে।এই সময়টাতে প্রায় ১ মাস তার অস্বাভাবিক রক্তক্ষরন হয়। ডাক্তার এর ঔষধ খাওার পর তা স্বাভাবিক হয় এবং ডাক্তার তাকে সারাজিবন zifol চালিয়ে যেতে বলে। তারপর থেকে তার মাসিক অনিয়মিত এবং তা আজও চলছে। ২/৩ মাস পর হটাৎ মাসিক হয় তবে তার কোনও নিদ্দিস্ট সময় নেই। ২ থেকে ৪ দিন থাকে। বিয়ের পর আর এক সমস্যা। তার *যৌ*ন*ির মুখে কোন ক্ষত নেই তারপরও মিলনের সময় ৫/৭ মিনিট পর জায়গাটি অস্বাভাবিক জালাপোরা করে যে বাধ্য হয়ে আমি থেমে যাই। আমি এর জন্য তাকে দোষ দেইনা করন তার আচরন দেখলে আমি বুজতে পারি বাপারটা অসহ্যনীয়। আমি বেশ কয়বার পরিদর্শন করে কোনও অস্বাভাবিক ক্ষত বা কিছু দেখিনি। আমি কি করতে পারি?
বিঃদ্রঃ- তার সাথে অন্য করো *যৌ*ন* সম্পর্ক হয়নি তা আমি প্রথম সঙ্গমে প্রমান পেয়েছি।
দেখুন, শুধু অন্যের সাথে সঙ্গম করলেই যে *যৌ*ন*রোগ হতে পারে, এমন নয়। আরো অনেক কারণেও এসব রোগ হতে পারে।
আপনার স্ত্রীর স্বাস্থ্য কেমন? উচ্চতা অনুসারে ওজন ঠিক আছে? অন্য সময় কেমন থাকেন? আর কোন সমস্যা আছে কিনা? মানসিক ভাবে কেমন থাকেন? আপনার সাথে সম্পর্ক কেমন? বাচ্চা নেয়ার চেষ্টা করছেন কিনা?
বাচ্চা নেয়ার চেষ্টা করিনি। আমাদের ৩ বছর পর love marriage। বিয়ের আগে অথবা পরে কোনদিন তাকে অসুখি হতে দেখিনি। বরং আমাকে নিয়ে সে অনেক গর্ব করে। সম্পর্কটা অনেক মধুর, তা বিয়ের আগে যেমন ছিল এখনও তাই। আর বিয়েটা সম্পূর্ণ করতে পারিবারিক ভাবে আমাদেরকে আনেক কাঠ-খর পোড়াতে হয়েছে। সুতোরাং…
ওজন ৬০, উচ্চতা ৫’১১” ২ বছর আগে ৪ মাসের ম্যধে সে ৩ বার i-pil খায়। বাচ্চা নেয়ার ইছা আগামি ১ বছর নেই।
উচ্চতা কি ৫ ফুট ১১, নাকি ৫ ফুট ১? ৫ ফুট ১ হলে ওজনের দিকে খেয়াল রাখুন। জ্বালাপোড়ার ব্যাপারটা অবশ্যই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নেবেন।
amr age 21.kecodin dora amr kasir problem.dr bolca mkast 10 mg kavar jonno.oyta 7/8 kavar por 1 month mato sosto cilam.akon problem ta abar soro hoyca.besas kora rater bala bashi hoy.ke korlay ay problem theka porapori mokto hota pari janaven. . .
শারীরিক ফিটনেস বাড়াতে হবে। শরীর দূর্বল হলে এ ধরনের খুচরো সমস্যা বেশি হয়।
amar wife er age 22. Hight-5.5. Wight-58 kg. Amader bie r boyos-6 years.age amar wife er means hoto 22-25 din ontor.kintu amara ekhon baby near chesta korchi.kintu ekhon 15-16 dine means hoe jachche. Ki kora jae solution din please.
অনিয়মিত মাসিকদের জন্য বাচ্চা নিতে সমস্যা হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো দরকার। কিছু ঔষধেই ঠিক হয়ে যেতে পারে।
Amar wife er age : 28, hgt : 61 kg, Mashik : Irrigular, Mejaj : khit khite thake al time, Sex korte chaina, akhon ki korle mashik regular hobe & Sex korar jonno kivabe agroho barate pari , ans diben plz
উচ্চতা অনুসারে ওজনটা বেশি কিনা দেখে নিন। বেশি হলে নিয়মিত ব্যায়াম করতে বলুন। এতে ফিটনেস বাড়বে। মন প্রফুল্ল থাকবে। তখন সেক্সে সমস্যা হবে না। মাসিক নিয়মিত করতে কেজেল ব্যায়াম করতে বলতে পারেন।