শারীরিক মিলন মিলন শুধু শারীরিক চাহিদাই মেটায় না৷ তা মহিলাদের সুস্থ থাকতে সহায়তা করে৷ জীবনসঙ্গীর সঙ্গে সহবাসে তৃপ্তি লাভে নাকি মহিলারা নাকি সুস্থ জীবন লাভ করতে পারেন৷ তাদের মধ্যে পজিটিভ এনার্জী আসে এবং জীবনী শক্তি বাড়ে৷ সম্প্রতি একটি গবেষণায় সেটাই প্রমানিত হয়েছে৷
মোনাস ইউনির্ভাসিটিতে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল৷ গবেষকরা 265 জন মহিলাদের নিয়ে গবেষণা করেছিলেন৷ এদের প্রত্যেকেরই বয়স ছিল 26 থেকে 65 বছরের মধ্যে৷ এক্ষেত্রে গবেষকরা প্রমাণ করেছেন জীবনসঙ্গীর সঙ্গে সহবাসে মহিলারা যদি তৃপ্তি লাভ করেন তাহলে শারীরিভাবে তারা সুস্থ থাকতে পারবেন৷
শারীরিক কোন সমস্যা থাকবে না৷ অনেক সময় মাসে দু বার সহবাসের মধ্যে দিয়েই আপনি সেই তৃপ্তিটা লাভ করতে পারেন৷ আবার অনেক সময় খুব বেশী মাত্রায় সহবাস করলেও সেই সুখটা পাওয়া যায় না৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
বৃহস্পতিবার, 8 অক্টোবর 2009
সত্যি ! আমরা কি পারব ।
sohobas is a naturala best system.
অমি বিবাহিত আমার স্বামি দিনে চার পাচ বার ইনটার কোষ করতো তাতে আমার ভালো লাগতো না এবং ইচ্ছা শক্তি নষ্ট হয়ে গেছে পারবো না বললে মারতো।
তার পর আমাকে ছেড়ে দিয়ে কাজের মেয়েকে নিয়ে পালিয়ে গেল ।
আমার বউ আমাকে খুব ভালবাসে কিন্তু আমাকে সহবাস করতে দেয়না, সে আমায় বলে আমার ভাললাগেনা কী করব
sex na thakle ki vabe dibe
ব্যাপারটা স্বাভাবিক নয়। তবে এর পিছনে অনেক কারণ থাকতে পারে। শারীরিক ক্লান্তি একটি অন্যতম প্রধান কারণ। আগে সঠিক কারণটি নির্ণয় করতে হবে। তারপর ব্যবস্থা। আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলে এটা বের করতে পারেন। নইলে কোন মনোবিদের সাথে কথা বলতে হবে।
how many times one should do sex with wife in a week?
নির্ভর করে দুজনের শরীর স্বাস্থ্য আর মনের অবস্থার উপর। যেহেতু বিয়ে একটা সারাজীবনের ব্যাপার, তাই তাড়াহুড়া করবেন না। ২/৩ দিন পর পর ঠিক আছে। তারও বেশি ইচ্ছে হলেও প্রথম দিকে করতে পারেন। তবে ধীরে ধীরে গ্যাপ এমনিতেই বেশি হবে।
আমি ১৫ বছর বয়স থেকে দিনে ৩-৪ বার হস্তমিথুন করে আসছি , এখনও করি , এখন আমার বয়স প্রায় ২৪ বছর । হস্তমিথুন না করলে ঘুম আসেনা । এবং ১-২ মিনিটে বিযয বের হয়ে যায় । সামনে আমার বিয়ে , কোন কি সমস্যা হবে । বিয়ের পর কি ১-২ মিনিতে বিযয বের হয়ে যাবে । খুব চিন্তায় আছি । কোন একটা উপায় বলে দিন । প্লীজ ……
এভাবে চলতে থাকলে ভবিষ্যতে খুব সমস্যায় পড়বেন। সপ্তাহে একবারের বেশি এসব করবেন না। মেয়েদের ব্যাপারটা স্বাভাবিক ভাবে নেন। তাদের নিয়ে বেশি চিন্তা করবেন না। উল্টা-পাল্টা মুভি বা বই পড়বেন না। ব্যায়াম করুন নিয়মিত। তবেই ঘুম হবে।
হস্তমিথুন কি করলে হবে না
আপনার প্রশ্নটা পরিস্কার না।
যদি হস্তমৈথুন কমাতে চান, তাহলে মেয়েদের নিয়ে বাজে চিন্তা বাদ দিতে হবে। পর্ণ মুভি দেখা বাদ দিতে হবে, চটি পড়া বাদ দিতে হবে। ব্যায়াম করতে হবে, ভালো কোন কাজে ব্যস্ত থাকতে হবে।
স্যার,আমার বাম পাশের অন্ড কোষের রগটা বাকা মাঝে মাঝে ব্যাথা করে, আর অন্ড কোষটা একটু ছোট ডান পাশেরটা থেকে কি করবো এখন,আমি বিবাহিত
ছোট-বড় স্বাভাবিক। ব্যথাটা প্রায়ই হলে ডাক্তার দেখাবেন।