সমস্যাঃ আমার বয়স ২৪। দু-তিন বছর ধরে আমি সারা দিন হাঁচি দিতে থাকি। আমার নাক দিয়ে অনবরত পরিষ্কার পানি পড়ে। রাতে ঘুমাতে গেলে নাকের ডান দিকে সমস্যা বেশি হয়, আর বাঁ দিক একটু ভালো থাকে। মাঝেমধ্যে শ্বাসকষ্ট হয়।
নাক, কান ও গলা বিশেষজ্ঞকে দেখানো হয়েছে। তিনি আমার রক্ত পরীক্ষা ও এক্স-রে করে বলেছেন, আমার অ্যালার্জি ও সাইনাসের ইনফেকশন হয়েছে। এ জন্য সাইনাস ওয়াশ করাতে হবে। আমি গ্রামের রোগী। অ্যালার্জি ও নাকের অসুবিধার জন্য আমাকে কী করতে হবে?
হিমেল পরী
চাতলপাড়।
পরামর্শঃ আপনার নাকে অ্যালার্জি আছে। এ কারণে আপনার সাইনাসের ইনফেকশন হয়েছে। আরও দেখতে হবে, আপনার নাকের হাঁড় বাঁকা ও নাকে পলিপ বা অন্য সমস্যা আছে কি না। এ ছাড়া আপনি শ্বাসকষ্টের কথা উল্লেখ করেছেন; তাই আপনার হাঁপানি বা অ্যাজমা আছে কি না তাও দেখা দরকার।
আপনার নাকের অ্যালার্জির জন্য দীর্ঘমেয়াদি এবং সাইনাস ইনফেকশনের জন্য স্বল্পমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সাইনাস ইনফেকশন সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন ও এন্ট্রাল ওয়াশ অপারেশন লাগতে পারে। অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিট সেবন ও নাকে ডিকনজেসটেন্ট ওষুধ ব্যবহার করতে হবে। তবে অ্যালার্জি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় দিক হচ্ছে অ্যালারজেন, যেমন-ঠান্ডা, ধুলাবালি, নির্দিষ্ট খাবার ইত্যাদি থেকে দূরে থাকা।
সূত্রঃ দৈনিক প্রথম আলো,
পরামর্শ দিয়েছেনঃ অধ্যাপক ডা· আবুল হাসনাত জোয়ারদার
Leave a Reply