শিশুকে কখনো বকা ঝকা করবেন না ।
যদি দেখেন শিশু তার গোপনাঙ্গ স্পর্শ করেছে তবে তাকে দমকে দেবেন না ।
মাঝে মাঝে শিশুর জন্য উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই ।
ছেলে শিশু কি পরিমাণে লিঙ্গ নিয়ে খেলছে সে ব্যাপারে সতর্ক থাকা উচিত।
মনোযোগ দিতে হবে শিশুর ঘুমের ব্যাপারে ।
মাঝে মাঝে শিশুকে বেশ কৌতূহলী দেখা যায় তখন সে পিতা মাতাকে নানা প্রকার অপ্রীতিকর প্রশ্ন করে । তবে সব শিশুর ক্ষেত্রেই এমনটি ঘটতে দেখা যায় না ।
শিশুরা পিতা মাতাকে সাধারণত প্রশ্নগুলো করে থাকে–
আমি কোথা থেকে এলাম ।
শিশু কি ভাবে পেট থেকে বের হয় ।
শিশু কোথাই থেকে আসে ।
শিশু কিভাবে মায়ের পেটে আসে।
এবং শারীরিক মিলন সংক্রান্ত নানা প্রশ্ন।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
Leave a Reply