নারী এবং পুরুষের জীবনে মধ্য বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ৩০ থেকে ৬০ বছর সয়স পর্যন্ত সময়কে মধ্য বয়স বলা হয়। মধ্য বয়সে শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন দেখা দেয় না। তবে শারীরিক মিলনের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো শারীরিক পরিবর্তন দেখা দেয় না। তবে মধ্য বয়সে নানা কারণে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইনফ্রাকশন স্ট্রোক, এলকোহলিজম,ডিপ্রেশন, পুরুষত্বহীনতা ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে। মধ্য বয়সে শারীরিক মিলনের ব্যাপারে আগ্রহ সব নারী পুরুষের একই রকম থাকে না। কোনো কোনো পুরুষ পারিবারিক বা সাংসারিক নানা চাপের কারণে শারীরিক মিলন জীবনের আনন্দ থেকে নিজেকে গুটিয়ে নেয়। পান্তরে নারীর বেলাতেও সন্তান লালান পালনের তাগিদে শারীরিক মিলনের দিকে ফিরে তাকানোর সময় থাকে না। কিন্তু তথাপি অনেক মধ্য বয়সী দম্পতি শারীরিক মিলন জীবন উপভোগ করতে চান। কারণ মধ্য বয়সের পর পরই শারীরিক মিলনের ব্যাপারে চিরস্থায়ী অনাগ্রহের সৃষ্টি হয়ে থাকে । নারীর জন্য মনোপজ এবং পুরুষের জন্য পুরুষত্বহীনতা মধ্য বয়সের পরে শারীরিক মিলনের ছেদ সৃষ্টি করে।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
aamar maal mota kary ki karum.dayri loyia sex kari ki karum ki maydicen lamu ami.
আপনার লেখাটা বুঝতে পারছি না। দয়া করে বাংলায় লিখুন। আমাদের কমেন্ট সেকশনে বাংলা লেখার অনেক অপশন আছে।
আমার বয়স ৩৯ বছর ওজন ৫২ কেজ,ি আম িপ্রবাস েথাক িদশে েযাওয়ার পর েসহবাসরে সময় আমার খুব দ্রুত বীরয বের হয় এব্যাপার েপরামরশ চাচ্ছ।ি
উচ্চতা অনুসারে ওজন ঠিক আছে কিনা, দেখে নিন। শারীরিক ফিটনেস বাড়াতে ব্যায়াম করুন। বিশেষ করে কেজেল ব্যায়াম করতে পারেন।
আমার শারিরীক চাহিদা থাকা সত্তেও আমার পেনিস সারা দেয় না আমার বয়স ৪১ তাছারা অল্পতে বের হয়ে যায়, বিয়ের পর ৩ বার যেতাম এখন ১ বার গেলে দুই দিনেও ইচ্ছা থাকা সত্তেও পানিস দারায় না কি করা যায় দয়া করে বলবেন
৪০ পেরোলে প্রায় ৩৯% পুরুষের এরকম হতে পারে। ঘনঘন না গিয়ে মাঝে আরেকটু গ্যাপ দিয়ে দেখুন।