শারীরিক মিলনের আসন নিয়ে অনেক পুরুষ এবং নারী তৃপ্ত নয়। দেখা যায় যে অনেক স্থুলকায় স্বামীর ক্ষীণকায় স্ত্রী বা দীর্ঘদেহী স্ত্রীর বেটে স্বামীর শারীরিক মিলনের আসন নিয়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। এরকম আসন খুঁজে বের করা উচিত। পুরুষের উচিত শারীরিক মিলনের আসনের পছন্দটি নারীর উপর ছেড়ে দেওয়া। এতে করে নারীর চরমপুলক অনায়াসে চলে আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ বা নারী উভয়েই কোনো একটি আসন খুব পছন্দ করে এবং এ আসনে দীর্ঘদিন শারীরিক মিলন করেও তারা একঘেয়ে হয়ে উঠে না। নারীর শারীরিক এবং মানসিক পরিতৃপ্তি আসে যদি শারীরিক মিলনসনের কৌশল ঠিক থাকে।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
sharif
ki korley amar wife Miloner shomoi betha ( pain ) kom pabey ?
Bethar karoney milon kortey tar oniha…amader notun beye hoyesa.
Bangla Health
প্রথমাবস্থায় এমন একটু-আধটু হতেই পারে। মিলনের আগে স্ত্রীকে অনেকক্ষণ আদর করে উত্তেজিত করে নিবেন। *যৌ*ন*াঙ্গে হাত বুলিয়ে পিচ্ছিল করে নেবেন। আর তৈলাক্ত ধরনের ভালো ক*ন*ড*ম ব্যবহার করতে পারেন। যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ চেষ্টা করুন স্লো থাকতে।
rony
ami na boja onack bol kora falaci.ta ami aj bojta parchi amar age akhon 22.toba school lifea ami onack masterbit kortam r tai akhon ami amar bowr satha sex korta gala amar lingu khob taratari norom hoya jay r khob taratri ami haria fali amar sex power …so akhon ami ki korta pari plz amak akto bolan…
Bangla Health
সেক্সের মাঝে কিছুদিন বিরতি দিবেন। এর মধ্যে কোনো ভাবেই সেক্সের চিন্তা মাথায় আনবেন না। কোনো ভাবেই যেন বীর্যপাত না হয়। আর সাথে ব্যায়াম, ভালো খাবার আর ৮-৯ঘন্টা টানা ঘুমাবেন। এভাবে ধীরে ধীরে আবার শক্তি ফিরে পাবেন।
Bappi
সেক্স করার সময় ডিউরেশন কিভাবে বাড়াবো? দ্রুত পতন কিভাবে রোধ করা যায়? জানালে উপকার হয়।
Bangla Health
প্রথমে খুব স্লো শুরু করবেন। আর মাঝে মাঝেই পজিশন চেঞ্জ করবেন। এর মাঝের সময়টাতে ফোকাসটা অন্য দিকে নিয়ে যায়। আদর করুন, কথা বলুন। চরম পর্যায়ে যাওয়ার আগেই লিঙ্গ বের করে এনে মনে করবেন যে আবার প্রথম থেকে শুরু করলেন, ধীরে ধীরে।
আর মাঝে কয়েকদিন বিরতি দেবেন। সাথে ব্যায়াম করুন। ভালো খাবার খান। আর রাতে টানা ঘুমাবেন ৮ ঘন্টা মিনিমাম।
অনিল
আমার বয়স ২১ আমি এখনো বিয়ে করিনি আমার যখন সেক্স আসে তখন আমার প্রসাবের বেগ বেড়ে যায় এবং প্রসাব সেরে আসার পরেও পুনরায় প্রসাব আসে এমতাবস্হায় আমি কি করব?সমাধান চাই, বললে বেশ উপকৃত হব ।
Bangla Health
ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করিয়েছেন?
SAGAR
AMI SAPTAHE 3-4 BAR HASTAMATHUN KORI ETE KI KONO PROBLM HOBE
Bangla Health
করার পর কি শারীরিক ভাবে দূর্বল লাগে?
আরেকটু কমিয়ে দিন পারলে।
hasan
gopon onger chol koi din er bitore kat te hobe
40din er bashi hole ,namaz porle namaz hobe naki?
Bangla Health
এটা ধর্মীয় ব্যাপার। আপনি কোনও বিজ্ঞ আলেমের সাহায্য নিতে পারেন।