৬০ বছর থেকে মানুষের বৃদ্ধাবস্থা শুরু হয়। তবে আবহাওয়াগত এবং পরিবেশগত নানা কারণে এই সময়ের আগেই বৃদ্ধ হয়ে যান। বৃদ্ধ বয়স জীবনের সবচেয় মৌলিক সময়। মৃত্যুর আগ পর্যন্ত সবাই নিরোগ দেহ এবং মন নিয়ে বেচে থাকতে চান। যদিও তা বহু েত্ের সম্ভব হয়ে উঠে না। বৃদ্ধাবস্থায় শারীরিক মিলনের ব্যাপারটি আমাদের দেশে সামাজিক প্রোপটে মোটামুটি অবান্তর। তবে পাশ্চাত্যে বৃদ্ধবস্থাতেও অনেক নারী এবং পুরুষ শারীরিক মিলন সচল থাকে।
বৃদ্ধাবস্থায় শারীরিক মিলন-
শারীরিক মিলন বৃদ্ধাবস্থায় সব নারী পুরুষের কাছেই কাঙিত হয় না। তবে অনেক নারী এবং পুরুষ বিশেষ করে পাশ্চত্যে নারী এবং পুরুষ বৃদ্ধ বয়সে দম্পতিরা শারীরিক মিলন বা শারীরিক মিলন নানা আচরনে অভ্যস্ত হতে পারে। এটি সুস্থ শারীরিক মিলনেরই বহিঃপ্রকাশ। নারী পুরুষের জীবনের এই নানা প্রকারের ঘটনা এবং জীবনের নানা বিষয় এক সময় শেষ হয়ে যায়, যখন নারী অথবা পুরুষের মৃত্যু ঘটে। এই হচ্ছে জীবনের আসল বাস্তবতা। জীবনের সৃষ্টি, বিকাশ এবং পরিণতি এবং বিলীন হয়ে যাওয়ার মধ্যেই প্রতিটি প্রাণের প্রতিটি মানুষের এবং প্রতিটি নারীর বৈচিত্র্য রয়েছে। এভাবেই অনাদিকাল থেকে চলে আসছে এবং এই নিয়মই চলতে থাকবে।
বৃদ্ধ বয়সে শারীরিক মিলনের সমস্যা-
বৃদ্ধ বয়সে শারীরিক মিলনের নানা প্রকার সমস্যা রয়েছে। বিশেষ করে এই সময়ে নারী পুরুষ কারো কাছেই শারীরিক মিলনের ব্যাপারটি আকর্ষণীয় থাকে না। বৃদ্ধাবস্থায় শারীরিক মিলন সংক্রান্ত নানাবিধ সমস্যাগুলো হলো- একঘেয়েমি।
মনোদৈহিক শারীরিক মিলন অনীহা।
শারীরিক শারীরিক মিলন অনীহা।
শারীরিক মিলনের উত্তেজনার অভাব।
পুরুষের ক্ষেত্রে বীর্যপাতের সমস্যা।
নারীর ক্ষেত্রে জননাঙ্গর শুষ্কতা সমস্যা।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
nitu
vaia sorry,
coz mb dia bangla lekha jay na.
Amr proshno gulu holo.
1.same age er patner bia krle ki problem hobe.
2.meyeder and purusher kotodin obdi sex krar time thake
3.meyeder pichon dik dia krle ki kno problem.
Bangla Health
১. না, ভালোবাসা থাকলে বয়স কোন ব্যাপার না।
২. নির্দিষ্ট নয়। শারীরিক ও মানসিক অবস্থার উপর নির্ভর করে।
৩. না। তবে এটা দুজনের ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার।