দূরপাল্লায় রওনা হয়েছেন, ঘন্টার পর ঘন্টা আপনার গাড়িতে এসি চলছে! মিনিট দশেকের জন্য এসি বন্ধ করে দিন এবং জানালার কাঁচগুলো নামিয়ে গাড়িতে মুক্ত বাতাস চলাচল করতে দিন। এতে করে লাভ হলো, দীর্ঘ সময় এসি চলার ফলে এসি সিস্টেমের মধ্যে যে স্পোর ফাঙ্গাস জন্মানোর সম্ভাবনা থাকে তা অনেকখানি কমে যায়।
০ ডা. কাজী মাহবুবা আক্তার
বারডেম হাসপাতাল
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৫, ২০০৯
Leave a Reply