তীব্র যানজটে আটকে আছেন রাস্তায়। সময় গড়িয়ে যাচ্ছে, কাঙ্ক্ষিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্কায় মেজাজ বিগড়ে যাচ্ছে। দেরির কারণে ক্ষতি হচ্ছে সামাজিক, পেশাগত বা শিক্ষাক্ষেত্রে। শুধু তা-ই নয়, এই যানজটের কারণে আপনার স্বাস্থ্যও কিন্তু ঝুঁকির মুখে। জার্মানির বিজ্ঞানীরা জানিয়েছেন, যানজটের কারণে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণ করে গবেষকেরা বলেছেন, যানজটে পড়ার এক ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় তিন গুণ। তবে এই ঝুঁকির ব্যাপারটি সবার জন্য প্রযোজ্য নয়।
যারা ধূমপান, মদ্যপান প্রভৃতির কারণে অথবা জিনগত কারণে আগে থেকেই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রেই যানজটকে অতিরিক্ত ঝুঁকি হিসেবে গণ্য করছেন গবেষকেরা। গাড়িচালক, যাত্রী, এমনকি জটে আটকে পড়া সাইকেল আরোহীরাও সমভাবে ঝুঁকির শিকার। তবে রাস্তার ভিড়ের ঠিক কোন ব্যাপারটি হার্ট অ্যাটাক ত্বরান্বিত করে, তা বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারেননি। গবেষক জার্মানির ইনস্টিটিউট অব এপিডেমিওলজির গবেষণা শাখার প্রধান এনিট পিটার্স বলেছেন, যানজটের কারণে মানসিক চাপ, যানবাহন থেকে নির্গত গ্যাসের ফলে বায়ুদূষণ, উচ্চমাত্রার শব্দ-যেকোনোটিই হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণ হতে পারে। তবে ব্যাপারটি নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২২, ২০০৯
Leave a Reply