সমস্যাঃ আমি পুলিশ বিভাগে কর্মরত। বয়স ৩১ বছর। অবিবাহিত। রাতে-দিনে ডিউটি করতে হয়। কাজের চাপ থাকে। যখন সময় পাই, তখন ঘুম আসে না। মাঝেমধ্যে দুপুরবেলায় ঘুম আসে, আবার কখনো আসে না (যখন ডিউটি থাকে না)। বছরখানেক বিদেশে ছিলাম। এরই মধ্যে পাঁচ কেজি ওজন বেড়ে গিয়েছিল এবং ঘাড়ে ব্যথা অনুভূত হওয়ায় রক্তচাপ মাপালাম, ১৪০/৯০। এরপর আমার মায়ের উচ্চ রক্তচাপের ওষুধ অর্ধেক খেলাম। দু-তিন দিন পর আবারও শরীর খারাপ লাগলে একইভাবে ওষুধ খেলাম। কয়েক দিন পর একজন চিকিৎসকের সঙ্গে আলাপ করলাম। তিনি ওষুধ খেতে নিষেধ করলেন এবং ওজন কমাতে বললেন। কিন্তু কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে বললেন না। আমি দুই মাসে পাঁচ কেজি ওজন কমিয়েছি এবং ডায়েটও করছি। আমার উচ্চতা পাঁচ ফুট ১০ ইঞ্চি। কিন্তু এখনো প্রায়ই বুক ধড়ফড় করে, মাথা ঝিমঝিম করে। আমি কোন বিষয়ের চিকিৎসক দেখাব বা কী ব্যবস্থা নেব, তা জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার বাবা মাত্র ৫০ বছর বয়সেই ব্রেইন হেমারেজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং মা ৩০ বছর বয়স থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে যাচ্ছেন। বর্তমানে মায়ের বয়স ৫০ বছর। তাঁর ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রয়েছে। পরামর্শ পেলে উপকৃত হব।
এস এ হাসিব
এলিফ্যান্ট রোড, ঢাকা।
পরামর্শঃ আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবনের প্রয়োজন নাও হতে পারে। তবে সেটি নিশ্চিত হওয়া যাবে আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর। আপনার বেশ কিছু পরীক্ষা করতে হবে, যেমন, রক্তের চিনি, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড প্রভৃতি। এসব পরীক্ষা করিয়ে মেডিসিন বা হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। আপাতত ট্যাবলেট ফ্রেনজিট রাতে একটি করে এক মাস সেবন করতে পারেন।
পরামর্শ দিয়েছেন
এ বি এম আবদুল্লাহ
অধ্যাপক, মেডিসিন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৯
Leave a Reply