হাইলাইটস
- মূলত জলাজমি এবং ঝোপঝাড় থেকে মাকড়ের কামড়ে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।
- অধিকাংশ ক্ষেত্রে রক্ত পরীক্ষার আগে পর্যন্ত বোঝাই যাচ্ছে না জ্বরের কারণ।
- কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি সাধারণ মানুষের পাশাপাশি চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদেরও।
প্রতিবছর বর্ষাকালে মূলত জলাজমি এবং ঝোপঝাড় থেকে মাকড়ের কামড়ে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রে রক্ত পরীক্ষার আগে পর্যন্ত বোঝাই যাচ্ছে না জ্বরের কারণ। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি সাধারণ মানুষের পাশাপাশি চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদেরও।
Scrub Typhus কী?
স্ক্রাব টাইফাস এই নামের সৃষ্টি হয়েছে গ্রিক শব্দ Typhus থেকে যার অর্থ হল ধোঁয়াটে বা অস্পষ্ট। ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের (Tick) মতো পরজীবী মাকড়ের কামড় থেকে এই এই রোগের জীবানু ছড়ায়। ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়। Scrub Typhus একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। গ্রাম বাংলার কৃষিজীবী মানুষ এই জাতিয় মাকড়ের সঙ্গে ভালোভাবেই পরিচিত। অনেকের বাড়িতে পোষা কুকুর-বেড়ালের থাকলে তাদের শরীরেও এই মাকড়ের সাক্ষাৎ পাওয়া যায়। এই মাকড়ের কামড় থেকে স্ক্রাব টাইফাসের জীবাণু প্রবেশ করে শরীরে। এর পর জ্বর আসে। জ্বরের তাপমাত্রা কখনও কখনও ১০৩ ছাড়িয়ে যায়। প্রথম সপ্তাহ কাটে জ্বর, বমি ও শরীরে ব্যথা শুরু হয়। চোখের পিছনের অংশেও যন্ত্রণা হয়। ভয়াবহ আকার নেয় দ্বিতীয় সপ্তাহে। Scrub Typhus-এর প্রকোপে বিভিন্ন অঙ্গ বিকল হতে থাকে। শুরুতেই চিকিৎসা না হলে আক্রান্তের মৃত্যু অনিবার্য।
Scrub Typhus-এর লক্ষণ কী?
ডেঙ্গি আর স্ক্রাব টাইফাসের লক্ষণগুলি অনেকটা একই রকম। শরীরে জীবাণু সংক্রমিত হওয়ার প্রায় ১-২ সপ্তাহ পর শীত শীত ভাব, কাঁপুনি-সহ আকস্মিক জ্বর, মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলি দেখা দেওয়ার ৩ থেকে ৫ দিন পরে শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি দেখা দেয়।
কী হয় এই অসুখে?
চিকিৎসকরা জানাচ্ছেন, ঝোপঝাড়ে জন্মানো এক ধরনের মাকড়ের কামড় থেকে স্ক্রাব টাইফাসের জীবাণু শরীরে ঢোকার পর জ্বর আসে। দিন সাতেকের জ্বর আর বমির পর দ্বিতীয় সপ্তাহে শুরু হয় শারীরিক জটিলতা। একে একে বিভিন্ন অঙ্গ বিকল হতে থাকে। গোড়ায় চিকিৎসা না-হলে মৃত্যু অনিবার্য।
কী কী করতে হবে?
- জ্বর পাঁচ দিনের বেশি স্থায়ী হলেই টাইফয়েড ও ডেঙ্গির পরীক্ষার সঙ্গে স্ক্রাব টাইফাসের পরীক্ষা।
- এই জ্বর আগে থেকে ঠেকানো সম্ভব নয়। কিন্তু, চিকিৎসা থাকায় আগেভাগে রোগ ধরা পড়লে রোগীর সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব।
- রাজ্যের ১৭টি কেন্দ্রে বিনামূল্যে স্ক্রাব টাইফাসের পরীক্ষা হয়।
- অ্যাকিউট এনসেফালোপ্যাথি সিনড্রোম থাকলেই স্ক্রাব টাইফাসের পরীক্ষা
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-09-01 17:13:21
Source link
Leave a Reply