উপোস করার পিছনে বৈজ্ঞানিক কারণ
উপোস করার জন্য শুধু ধর্মীয় কারণই নয়, রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণও। উপোস করলে শরীরের অনেক উপকারও হয়। সাধারণত সবথেকে বেশি সমস্যা হয় হজমের। হজম শক্তি ঠিক না থাকলেই দেখা দেয় নানারকম অসুখ। তাই খাবার না খেলে সেই হজমেরও কোনও প্রয়োজন থাকে না। ফলে হজমের গোলমালও দেখা দেয় না। আর এর ফলে শরীরও সুস্থ থাকে। আপনি যদি ধর্মীয় কারণে উপোস করে থাকেন, তাহলে জানবেন আপনি শরীরের ক্ষতি করছেন না। বরং শরীরের উপকারের জন্য মাঝে মাঝে উপোস করা ভালো।
উপোস ভাঙুন এই খাবারগুলি খেয়ে
ফল: সারাদিন উপোস করার কারণে শরীরে এনার্জির ঘাটতি দেখা দেয়। তাই তো ফল খেয়ে উপোস ভাঙার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তরমুজ, আঙুর অথবা আপেলের মত ফল খেতে হবে। এতে দেহের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা আর থাকে না। সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি ঘটে।
ফলের রস: উপোস ভাঙুন এক গ্লাস ফলের রস খেয়ে। মনে রাখবেন উপোস ভেঙেই লেবুর মতো সিট্রাস জাতীয় ফল খাবেন না যেন। কারণ এই সব ফল অ্যাসিডিক। খেলে অম্বল হতে পারে।
বাদাম: হাতের কাছে কিছু না থাকলে কাঠবাদাম খেয়েও উপোস ভাঙতে পারেন। এতে উপস্থিত উপকারী ফ্যাট, শরীরের গঠনে বিশেষ ভূমিকা নেয়।
ডাবের জল: এতে রয়েছে ইলেকট্রোলাইটস। রয়েছে আরও অনেক খনিজ এবং ভিটামিন, যা নিমেষে ক্লান্তি দূর করে, শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি মেটায় এবং দেহের ভিতরে জলের চাহিদা পূরণ করে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-30 11:21:41
Source link
Leave a Reply