নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টায় ৯ হাজারেরও বেশি বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার সংখ্য়াটা ছিল ৩৭ হাজার ৫৯৩। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, আক্রান্তের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার হয়েছে ৪৬ হাজার ১৬৪ জন।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের মৃত্যু হয়েছে ৬০৭ জনের। কেরলের অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ৪৪৫ জন এবং মৃতের সংখ্যা ২১৫ জন।
আরও পড়ুন: Covid-19: উৎসবের পর কেরলে এক দিনে আক্রান্ত ৩১ হাজার পার, BJP-র নিশানায় Vijayan
কেন্দ্রের তথ্য বলছে, বর্তমানে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০। সুস্থ হয়েছেন মোট ৩ লক্ষ ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। এখনও মৃতের সংখ্যা মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫জন। ২৪ ঘণ্টায় মোট ৮০ লক্ষ ৪০ হাজার ৪০৭ জনকে টিকা দেওয়া হয়েছে।দেশে মোট টিকা দেওয়া হয়েছে ৬০ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ৪৭৫ জনকে।
আরও পড়ুন: Covid-19: রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৭০০-র উপরে, শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা
India reports 46,164 new #COVID19 cases, 34,159 recoveries and 607 deaths in the last 24 hrs, as per Health Ministry.
Total cases: 3,25,58,530
Total recoveries: 3,17,88,440
Active cases: 3,33,725
Death toll: 436365Total vaccinated: 60,38,46,475 (80,40,407) in last 24 hrs pic.twitter.com/sWNTEna5mu
— ANI (@ANI) August 26, 2021
Zee24Ghanta: Health News
2021-08-26 12:32:14
Source link
Leave a Reply