হাইলাইটস
- সকল মহিলা প্রার্থীদের এই অর্থ প্রদান করা হবে
- সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের উৎসাহ দিতে এই পদক্ষেপ
- এই অর্থ তাঁরা মেইন্স পরীক্ষা ও ইন্টারভিউয়ের প্রস্তুতিতে খরচ করবেন
গত 15 অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে পটনার গান্ধী ময়দানে পতাকা উত্তোলনের পর বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান নীতীশ। তাঁর ঠিক দু’দিন পর মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণায় সিলমোহর দিল সরকার।
UPSC সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম ধাপ, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেলেই, মহিলা প্রার্থীরা পেয়ে যাবেন এক লাখ টাকার নগদ পুরস্কার। অন্যদিকে, যদি কোনও মহিলা প্রার্থী রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে তিনি পাবেন 50,000 টাকা নগদ পুরস্কার। এই অর্থটি প্রার্থীরা মেইন্স পরীক্ষা ও ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার জন্য খরচ করতে পারবেন।
গতকাল, বিহার মন্ত্রিসভার বৈঠকে মোট 17টি সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে এটি অন্যতম। নীতীশ কুমার জানান, তাঁর সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামীদিনে সব জাতের মহিলা প্রার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষায় বসার উৎসাহ কয়েক গুণ বৃদ্ধি পাবে।
এতদিন পর্যন্ত শুধুমাত্র SC/ST ও পিছিয়ে পড়া জনজাতির পরীক্ষার্থীরাই UPSC ও BPSC-র প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই এই সুবিধে পেতেন। বিগত বেশ কয়েক বছর ধরে এই সরকারি সুবিধে পেয়ে আসছেন তাঁরা। UPSC সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে 1 লাখ ও BPSC-র প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে 50,000 টাকা পেতেন তাঁরা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-18 17:07:25
Source link
Leave a Reply