হাইলাইটস
- ২০০ বছরের দীর্ঘ ব্রিটিশ শাসন অবসানের পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীনতা পায়।
- করোনা আবহে এই এই বিশেষ দিনটি বাড়িতে থেকে উদযাপন করুন।
- বাড়তেই তৈরি করুন সহজ এবং চটপট রেসিপি যা আপনি তৈরি করে পারবেন সহজেই।
ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, লৌহ, প্রোটিন, ভিটামিন বি। বিশেষত ওটসে রয়েছে ভিটামিন বি ১ যা শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। তাছাড়া প্রতি গ্রাম ওটসে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, থিয়ামিন, ভিটামিন ই ইত্যাদি। যা অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় বেশি।
দেখে নিন তিরঙ্গা হালুয়ার রেসিপি-
উপকরণ
২ কাপ ওটস
১/২ কাপ দুধ
১/২ কাপ খোয়া ক্ষীর
৪ টেবিল চামচ গ্রীন ম্যাঙ্গো সিরাপ
১/২ চা চামচ গেরুয়া রঙের ফুড কালার
১/২ কাপ চিনি
২০ গ্রাম ছোট এলাচ
১০ টি আমন্ড বাদাম
৪ টেবিল চামচ ঘি
পদ্ধতি
স্টেপ ১
আমন্ড বাদাম হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর খোসা ছাড়িয়ে বাদামের ছোট ছোট টুকরো করে রাখতে হবে। ছোট এলাচ গুড়িয়ে রাখতে হবে।
স্টেপ ২
কড়াইতে ঘি গরম করে ওটস দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিয়ে তারপর খোয়া ক্ষীর ও চিনি দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রাখতে হবে ৪-৫ মিনিট।
স্টেপ ৩
চিনি সম্পূর্ণ গলে গেলে দুধ মিশিয়ে নাড়তে হবে, মিশ্রণ ঘন হয়ে এলে ছোট এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরো ২-৩ মিনিট আঁচে রেখে শুকনো করে নামিয়ে নিতে হবে।
স্টেপ ৪
তারপর মিশ্রণটি তিন ভাগ করে নিতে হবে। এক ভাগ সাদা রাখতে হবে, এক ভাগে গ্রীন ম্যাংগো সিরাপ ও আরেক ভাগে গেরুয়া রঙের ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
স্টেপ ৫
এবারে ইচ্ছেমত সারভিং পাত্রে প্রথমে গ্রীন ম্যাংগো সিরাপ মেশানো হালুয়া, তারপর সাদা হালুয়া এবং তার ওপরে গেরুয়া রঙের হালুয়া দিয়ে ফ্রিজে ১-২ ঘন্টা রেখে ঠান্ডা করে নিতে হবে।
স্টেপ ৬
ওপরে আমন্ড বাদাম টুকরো দিয়ে ইচ্ছেমত সাজিয়ে পরিবেশন করতে হবে ওটসের তিরঙ্গা হালুয়া।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-15 10:03:46
Source link
Leave a Reply