আজকের এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সামিল ছোটরাও। হেরে যাওয়া মানেই সব শেষ বলে অনেক সময় তাদের মাথায় ঢুকে যায়। অলিম্পিক তাদের শেখাতে পারে অন্য কথা। পদকজয়ী তারকা জিমন্যাস্ট সিমোনে বাইলস শেষ মুহূর্তে অলিম্পিক (Tokyo Olympics) থেকে বাদ পড়েও প্রচুর প্রশংসা পেয়েছেন। নিজের মানসিক সমস্যা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। স্পোর্টসম্যানশিপের বড় শিক্ষা অলিম্পিক থেকে পাওয়া যায়। বাচ্চারা এখান থেকে শিখতে পারে যে জীবন মানেই হার-জিত নয়, জীবন মানে নিজের সেরাটা দেওয়া।
জয় সহজে আসে না
জীবনে বড় কিছু যে সহজে পাওয়া যায় না, সেই শিক্ষাও দিতে পারে অলিম্পিক। অলিম্পিকে একটা পদক পেতে কী প্রচণ্ড পরিশ্রম করেন খেলোয়াড়রা। তাঁদের এই নিষ্ঠা ও পরিশ্রম অনেক কিছু শেখাতে পারে ভবিষ্যতের অলিম্পিয়ানদের। তারা শেখে যে জীবনে সাফল্য পেতে হলে চাপ নিতে হয়, ঝুঁকি নিতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয়।
টিমওয়ার্কের গুরুত্ব
সবাই মিলে একসঙ্গে কাজ করে একসঙ্গে সাফল্য পাওয়ার যে আনন্দ, সেই আনন্দের প্রথম স্বাদ তাদের দিতে পারে অলিম্পিক। টিম স্পোর্ট তাদের শুধু একা এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা দেয় না, সবাইকে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার কথা বলে। টিম স্পোর্ট মানে প্রত্যেকের নিজস্ব ভূমিকা ও নিজস্ব গুরুত্ব অনুসারে কাজ করে যাওয়া। যা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য।
নতুন খেলাকে চেনা
অলিম্পিকে এমন অনেক খেলা হয়, যেগুলি অনেক সময় আমাদের কাছে অজানা। এমন অনেক খেলার বিষয়ে অলিম্পিক থেকে জানা যায়। বিভিন্ন ধরনের খেলা দেখে আপনার সন্তান তার পছন্দ অনুসারে কোনও একটা খেলা বেছে নিতে পারবে।
লক্ষ্য নয়, সফরের আসল গুরুত্ব
আমরা লক্ষ্যে পৌঁছতে পারলাম কিনা, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা কীভাবে সফর করলাম। এই শিক্ষাও অলিম্পিক থেকে পেতে পারে ছোট বাচ্চারা। সবাই যে অলিম্পিক থেকে পদক জেতেন তা নয়। তবু পাঁচ বছর ধরে সবাই অলিম্পিকের জন্য চেষ্টা করেন। এই চেষ্টাটাই আসল, এই পরিশ্রমটাই আসল।
এমন অনেক শিক্ষাই বাড়ির খুদেদের শেখাতে পারে অলিম্পিক।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-14 13:38:27
Source link
Leave a Reply