হাইলাইটস
- এমন মানুষ খুঁজে পাওয়া দায় যাদের Ice Cream ভালো লাগে না।
- কিন্ত এক্সট্রিম Ice Cream লাভার তারাই, যাদের কাছে শুধু গরমকালই আইসক্রিম খাওয়ার সময় নয়, বরং হাড়কাঁপানো শীতের মাঝেও কাঁপতে কাঁপতে খুশিমনে Ice Cream খেয়ে ফেলতে পারে।
- আইসক্রিম যাদের কাছে প্রথম প্রেমের মত, আর পেট একদম ফুল থাকলেও আইসক্রিমের জন্য যাদের পেটে সব সময় আলাদা স্পেস থাকে।
অনেক রকমের ফ্লেভারের Ice Cream খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়েছেন। চকোলেট, ভ্যানিলা, বাটারস্কচ, স্ট্রবেরি কিংবা ব্ল্যাককারেন্ট- আরও কত। তবে, এর চেয়ে বেশি খেতে চান তাহলে অবশ্যই পাড়ি দিতে হবে আবু ধাবিতে। যেখানে আপনি একসঙ্গে ১০০১টি ফ্লেভারের Ice Cream চেখে দেখতে পারবেন।
হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। একই সঙ্গে হাজার এক স্বাদের Ice Cream পাওয়া যাচ্ছে মরুরাজ্যে। ইয়াস মলের জনপ্রিয় আইসক্রিম ল্যাব পপ-আপ ইভেন্টে ভিন্ন রকমের ও স্বাদের আইসক্রিম পরিবেশন করে রেকর্ড গড়েছে একটি আইসক্রিম ব্র্যান্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটে নাম তুলেছেন তাঁরা। আবুধাবির পাশাপাশি আবুধাবি কুলিনারিতে অভিনব Ice Cream তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ইউকে-র পান-এন-আইস ব্রান্ড। আমরা সকলেই আইসক্রিম রোলের কথা জানি। আর সেই রোলের অভিনবত্ব এনে মন জয় করে নিয়েছে ইউকে-র এই ব্রান্ড।
কী কী দিয়ে তৈরি করা হয়েছে?
বাবলগাম, কফি ও কুকিজের ডো -সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই আইসক্রিম। হাজার একটারও বেশি ফ্লেভারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পিস্তাচিও আইসক্রিম, মিন্ট ওরিয়ো ও মেরিঙ্গু। বিভিন্ন প্রকারের ফল দিয়ে তৈরি আইসক্রিম এখন পর্যটক থেকে স্থানীয়দের অন্যতম জনপ্রিয় জায়গা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বলা হয়েছে, প্রতিটি আইসক্রিম স্বাস্থ্যকর ও সেফটি প্রোটোকল মেনে বানানো হয়েছে। আবুধাবির ওই মলে এখন আইসক্রিম খাওয়ার লোভে ভিড় বেড়েছে উত্সুকদের।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-27 13:14:51
Source link
Leave a Reply