হাইলাইটস
- কখনই খুব রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করলে কাজ হয় না।
- এতে অন্যজন আরও বেশি বিরক্ত হন।
- তাই সময় নিয়ে তাঁকে ঠান্ডা মাথায় বোঝান
অদিতি আবার ভীষণ রকম অলস। সারাদিন স্নান, খাওয়া, ঘুম সবেতেই তার যেন আলস্য। কোনও রকমে নিয়ম করে অফিসের কাজ সারে। কিন্তু নিজের যত্ন নেওয়া, ঠিকমতো খাওয়া দাওয়া করা এসব কোনও কিছুই নেই। এই নিয়ে দুজনের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হয়। কিছু কিছু খারাপ অভ্যাস সকলেরই থাকে। কিন্তু সেগুলো শুধরে নিতে পারলেই ভালো। কারণ এতে নিজেদের শরীর সুস্থ থাকে। সেই সঙ্গে একটা রুটিনের মধ্যে চলা সকলেরই দরকার। একজন যখন এভাবে নিয়ম মেনে চলেন আর অন্যজন বেনিয়মে তখন মানিয়ে নিতে কিন্তু খুবই অসুবিধে হয়। আর তাই যা করবেন
সঙ্গীকে ঠান্ডা মাথায় বোঝান- কখনই খুব রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করলে কাজ হয় না। এতে অন্যজন আরও বেশি বিরক্ত হন। তাই সময় নিয়ে তাঁকে ঠান্ডা মাথায় বোঝান। আর যে সময়টা নিজেরা দুজনে একসঙ্গে কাটান তখনই এই সব কিছু নিয়ে আলোচনা করুন। তাঁকে বুঝিয়ে বলুন।
কেন তিনি এরকম করেন তা বুঝুন- কেন আপনার সঙ্গী নিজের উপর এমন অত্যাচার করেন, কোনও নিয়ম মানেন না তা বোঝার চেষ্টা করুন। অনেক সময় এমন কোনও ঘটনা থাকে যার ফলে নিজেকে এড়িয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয় অনেকের মধ্যে। এই বিষয়টির দিকেও খেয়াল রাখুন।
সমস্যা কোথায় খোলাখুলি বলতে বলুন– নিয়ম করে স্নান না করা কিংবা সময়ে না খাওয়া এগুলো কিন্তু স্বাভাবিক নয়। ছুটির দিনে একটু রিল্যাক্স করতে সকলেই পছন্দ করেন। কিন্তু সবদিন এরকম বেখায়েল থাকা ঠিক নয়। এতে কিন্তু মনের উপরও প্রভাব পড়ে। তাই সঙ্গীকে জিগ্গেস করুন তাঁর সমস্যা কোথায়।
নিজেকে সময় দিন- প্রত্যেক মানুষেরই উচিত নিজেকে কিছুটা সময় দেওয়া। কাজ, ব্যস্ততা, চাপ তো সকলেরই থাকে। কিন্তু তার মাঝেও নিজের জন্য সময় রাখতে হবে। নিজেকে প্যাম্পার করুন। ভালো করে স্নান করুন। মন পসন্দ রান্না করুন। কিংবা একাই শপিং-এ যান। নিজের জন্য কিছু লিখুন। এতেও কিন্তু অভ্যাস পরিবর্তন হবে।
প্রতিদিন কিছু লিখতে বলুন- অনেকেই আছেন যাঁরা প্রচন্ড ভুলো মনের। সেই সঙ্গে অগছালো। এঁদের কিন্তু দিনের পর দিন এই অভ্যাসে চলতে দিলে মানসিক সমস্যা এসে যাবে। প্রয়োজনে কোনও কাউন্সিলরের কাছে নিয়ে যান। অথবা জোর করেই এই অভ্যাস গড়ে তুলুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত ১০ লাইন কিছু না কিছু লিখতেই হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-26 14:44:10
Source link
Leave a Reply