যারা কোঁকড়া চুলের অধিকারি তাদের নিজের চুলের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া উচিত।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট থেকে জানা যায় এমন কিছু প্রসাধনী সম্পর্কে যা কোঁকড়া চুলের অধিকারীদের থাকা প্রয়োজন।
পরিষ্কারক উপাদান সম্পৃক্ত শ্যাম্পু: কোঁকড়া চুল পরিষ্কার রাখার জন্য সাধারণ শ্যাম্পু ব্যবহারের তুলনায় পরিষ্কারক উপাদান সম্পৃক্ত শ্যাম্পু ব্যবহার করা বেশি কার্যকর। এটি চুলকে চিমসে ও নিস্তেজ হওয়া থেকে রক্ষা করবে। তাই কোঁকড়া চুলকে সুস্থ রাখতে মাসে অন্তত দুবার এধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত।
ডিপ কন্ডিশনার: সাধারণ চুলের তুলনায় কোঁকড়া চুলে নিয়মিত ডিপ কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন হয়। সপ্তাহে কমপক্ষে একবার হাইড্রেটিং ফরমুলাযুক্ত ডিপ কন্ডিশনার ব্যবহার করলে চুল হয়ে উঠে কোমনীয় ও উজ্জ্বল।
লিভ ইন কন্ডিশনার: চুল যদি খুব বেশি কোঁকড়া ও রুক্ষ হয়ে থাকে তাহলে লিভ ইন কন্ডিশনার ব্যবহার করা উচিত। এটি ক্রিমজাতীয় কন্ডিশনার যা ব্যবহারের পর ধুয়ে ফেলার প্রয়োজন হয় না। এই ধরনের কন্ডিশনার ব্যবহার কয়েকদিন পর্যন্ত চুলকে নমনীয় রাখতে সাহায্য করে।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-25 12:13:57
Source link
Leave a Reply