নিজস্ব প্রতিবেদন: টানা দু’দিন ৪০ হাজারের উপরেই রইল করোনায় দেশে দৈনিক সংক্রমণ (Corona Daily Cases)। তবে গতকালের তুলনায় সামান্য কম। বুধবার দেশে একদিনে সংক্রমিত হয়েছিলেন ৪২ হাজার ১৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের।
এদিকে দেশে একদিনে মারণভাইরাস থেকে সুস্থ (Recovered) হয়েছেন ৩৮ হাজার ৬৫২ জন মানুষ। মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০তে। যদিও এর মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪ জন।
India reports 41,383 new #COVID19 cases, 38,652 recoveries, and 507 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
Total cases: 3,12,57,720
Total recoveries: 3,04,29,339
Active cases: 4,09,394
Death toll: 4,18,987Total vaccination: 41,78,51,151 pic.twitter.com/876XngVSIP
— ANI (@ANI) July 22, 2021
আইসিএমআর (ICMR) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১৭ লক্ষ ১৮ হাজার ৪৩৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৫ কোটি ৯ লক্ষ ১১ হাজার ৭১২ টি। পাশাপাশি চলছে টিকাকরণ অভিযানও। দেশজুড়ে মোট ৪১ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ১৫১ জন ভ্যাকসিন নিয়েছেন।
আরও পড়ুন: নয়া আতঙ্ক! ভারতে Bird Flu-তে আক্রান্ত হয়ে মৃত্যু ১২ বছরের কিশোরের
আরও পড়ুন: দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে কোনও করোনা আক্রান্তের মৃত্যু রেকর্ড হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-07-22 10:41:23
Source link
Leave a Reply