হাইলাইটস
- সম্প্রতি একটি সমীক্ষাতে এই ফলই উঠে এসেছে।
- FASEB-জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট থেকেই জানা গিয়েছে এই তথ্য
তবে জানেন কি মিল্ক চকোলেটও ওজন কমাতে সাহায্য করে। সম্প্রতি একটি সমীক্ষাতে এই ফলই উঠে এসেছে। FASEB-জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট থেকেই জানা গিয়েছে এই তথ্য। সেখানেই বলা হয়েছে একদম ভোরবেলা যদি একটুকরো মিল্ক চকোলেট খাওয়া যায় তাহলে ওজন কমবে তাড়াতাড়ি। সেই সঙ্গে মেনোপজ হয়ে গিয়েছে এমন কিছু মহিলার উপরও সমীক্ষাটি চালানো হয়। দেখা গিয়েছে মিল্ক চকোলেটে ওজনও থাকছে নিয়ন্ত্রণে। স্পেনের একটি বিশ্ববিদ্যালয়ের তরফেই এই পরীক্ষাটি করা হয়। টানা এক ঘন্টার মর্নিং ওয়াকের পর মহিলাদের ১০০ গ্রাম করে মিল্ক চকোলেট খেতে দেওয়া হয়। এবং সেখান থেকে সন্তোষজনক ফলও পাওয়া গিয়েছে। কিন্তু কেন সাদা চকোলেট ওজন কমানোর জন্য ভালো?
সকাল কিংবা রাতে যে কোনও সময় খেতে পারেন মিল্ক চকোলেট। কিন্তু তাতে বাড়বে না ওজন। এমনটাই বলছে সমীক্ষা।
আর সকালে মিল্ক চকোলেট খেলে সারাদিন খিদে কম পায়। সেই সঙ্গে ঘুম ভালো হয় এবং শরীরে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া তৈরি হয়।
সকালে ওয়ার্ক আউটের পর চকোলেট খেলে শরীর থেকে যেমন ফ্যাট গলে তেমনই ব্লাড সুগারও থাকে নিয়ন্ত্রণে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে চকোলেট খেলে মেটাবলিজম ভালো হয়। এবং পরের দিন শরীরচর্চায় তা ভালো ফল দেয়।
গবেষকরা আরও বলেছেন কী খাচ্ছেন এবং কখন খাচ্ছেন তার দিকেও কিন্তু নজর রাখতে হবে। কারণ ওজন নিয়ন্ত্রণ পুরোটাই নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের উপর। মিল্ক চকোলেট নিয়মিত খেলে মিষ্টি খাবার প্রবণতাও কমিয়ে দেয়। ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে খাবারে রাশ টানা আর মিষ্টি একেবারেই ছেঁটে ফেলা এই দুটো করতেই হবে। ওজন কমাতে চাইলে আগে মনকে নিয়ন্ত্রণে আনতে হবে। মন থেকে বলতে হবে যে আমি ওজন কমাবোই। তবেই কিন্তু কাজ হবে। সেই সঙ্গে মেনে চলুন নির্দিষ্ট ডায়েট। শরীরের কোনও সমস্যা না থাকলে সাদা চকোলেট খেতেই পারেন। তবে তার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-15 00:01:53
Source link
Leave a Reply