সঠিক উপায় জানা না থাকলে সন বা চিমটা দিয়ে ওঠানোর সময় ব্যথা পাওয়া যায় বেশি, এমনকি ভ্রুর চারপাশ ফুলেও যেতে পারে।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে সঠিকভাবে টুইজার বা সন ব্যবহার করে ভ্রু তোলার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়।
১। ভ্রু ওঠানোর জন্য অবশ্যই ভালো মানের টুইজার বা সন বেছে নিতে হবে। যার সামনের দিকের অংশ দুটি যথেষ্ট চিকন হবে। যাতে সহজেই ভ্রু’র লোম চেপে ধরা যায়।
২। ভ্রু ওঠানোর আগে মুখে ম্যাসাজ ক্রিম দিয়ে খানিকটা মালিশ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক কোমল হবে এবং গরম পানির কারণে ভ্রুর পাপড়ির গোড়াও নরম হয়ে আসবে। এতে চিমটা দিয়ে টেনে ওঠানোর সময় তুলনামূলক কম ব্যথা অনুভূত হবে।
৩। ভ্রুর যে লোম উঠানো হবে, সেটি ঠিক কোন দিকে উঠেছে তা ভালোভাবে লক্ষ করে ওই একই দিকে টেনে ওঠাতে হবে। এতে পাপড়ি ছিড়ে যাওয়া বা ব্ল্যাকহেডসের সমস্যা এড়ানো সম্ভব হবে।
৪। লেখার সময় পেন্সিল যেভাবে ধরা হয়, সন বা চিমটাও ঠিক একইভাবে ধরতে হবে। এতে ধরতে সুবিধা হবে এবং ভ্রু ওঠানও সহজ হবে।
৫। ভ্রু ওঠানোর সময় লক্ষ রাখতে হবে তা যেন ঠিক গোড়া থেকে উঠে আসে। আর এ জন্য চিমটা ত্বকের কাছাকাছি ধরতে হবে। পাপড়ি যত গোড়া থেকে ধরা হবে, তা ততটাই সহজে গোড়া থেকে উঠে আসবে।
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-06 13:45:39
Source link
Leave a Reply