নিজস্ব প্রতিবেদন: আলফা, ডেল্টা, বিটা , গামা ভেরিয়েন্টের করোনাকে দমন করতে সিদ্ধহস্ত Covishield, Covaxin vaccine, জানাল ICMR প্রধান। তবে কতটা কার্যকর সেইটা জানতে পরীক্ষা নিরীক্ষার কাজ এখনও জারি রয়েছে।
২০১৯ সালের অক্টোবরে চীনের উহানে প্রথম ধরা পড়ে করোনা। এরপর গত দেড় বছরে ক্রমাগত মিউটেশন ঘটিয়েছে সার্স-কোভ-২ নামের ভাইরাসটি। তৈরি করেছে আলফা, বিটা, গামা, ডেল্টা একাধিক ধরন। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী ডেল্টা।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই টিকাকরণ কর্মসূচি শেষ করার লক্ষ্যে স্থির কেন্দ্র, জানাল হলফনামায়
ICMR ডিরেক্টর জেলারেন Balram Bhargava বলেন, প্রত্যেকটা ভেরিয়েন্টের জন্য পৃথক কার্যকর Covaxin। আলাফা ভেরিয়েন্টকে দমমন করতে সিদ্ধহস্ত। যে কোনও স্ট্রেনের বিরুদ্ধে কাজ করতে পারে Covaxin।
আরও পড়ুন: ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও Delta Plus-এ আক্রান্ত মহিলা
তিনি আরও বলেন, Covishield আলফার বিরুদ্ধে ২.৫ গুণ কার্যকর। ডেল্টার ক্ষেত্রে Covaxin-র অ্যান্টিবডি three-fold-য়ে হ্রাস পায়। Covishield-র অ্যান্টিবডি যে সময় নিচ্ছে তা two-fold -য়ে হ্রাস পায়। সেখানে ফাইজার এবং মর্ডানা ভ্যাকসিন seven-fold-য়ে হ্রাস পায়। সোজা কথায় এর অর্থ, কেন্দ্র দাবি করছে Covishield ও Covaxin-এ তৈরি অ্যান্টিবডি করোনার যে কোনও ভ্যারিয়েন্টকে খতম করতে পারে। প্রসঙ্গত, দেশে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-27 15:55:09
Source link
Leave a Reply