নিজস্ব প্রতিবদন: ৮৮ দিনের মাথায় আরও কমল করোনা সংক্রমণ। তিন দিন আগেই ৬০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৫৩,২৫৬ জন। এদিকে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ১৯০ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৭ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ০২ হাজার ৮৮৭ জন।
India reports 53,256 new #COVID19 cases (lowest in 88 days), 78,190 discharges & 1422 deaths in last 24 hours as per Union Health Ministry
Total cases: 2,99,35,221
Total discharges: 2,88,44,199
Death toll: 3,88,135
Active cases: 7,02,887Total Vaccination: 28,00,36,898 pic.twitter.com/iLzYk90rXb
— ANI (@ANI) June 21, 2021
আরও পড়ুন: International yoga day 2021: M yoga app-র ঘোষণা মোদীর, কেমন করে ব্যবহার করবেন?
গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ৪২২ জনের। মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ১১৯। সুস্থতার হার বেড়েছে ৯৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ৩.২২ %। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৮ কোটি ০০ লক্ষ ৩৬ হাজার ৮৯৮ জন।
39,24,07,782 samples tested for #COVID19, up to 20th June 2021. Of these, 13,88,699 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/jb8gEibU5x
— ANI (@ANI) June 21, 2021
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-21 10:08:47
Source link
Leave a Reply